কাতার যাওয়ার উদ্দেশ্যে পরিবারের সবার কাছ থেকে বিদায় নেন হাদিউল হক। এরপর গাড়ি নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। কিন্তু ভাগ্যের নির্মমতায় কাতারের পরিবর্তে পরপারে পারি জমান হাদিউল। মঙ্গলবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি ইউনিয়নের পাশে সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে পারি জমান তিনি।
সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মারা যাওয়া হাদিউল হক কাতার যাচ্ছিলেন। আজ সকালে নিজ বাড়ি থেকে সিলেট বিমানবন্দরের উদ্দেশে তিনি রওয়ানা হয়েছিলেন। পথে গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়ন সংলগ্ন স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত হাদিউল হক মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ফকিরের বাজার পাকশাইল গ্রামের এমদাদুল হকের ছেলে। দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক হাদিউলকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তারা সবাই সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন। হাদিউলের এমন মৃত্যুতে শোঁকের ছায়া নেমে এসেছে পরিবারের মাঝে।
আরো পড়ুন:
অবৈধপথে ইতালি যাত্রায় প্রাণ গেলো তাপসের!
দূতাবাসের মাধ্যমে জাতীয় পরিচয় পত্র পেতে চান আমিরাত প্রবাসীরা
ফেসবুকের ব্যবহার না বুঝায় জরিমানার মুখে অনেক ওমান প্রবাসী
ইয়েমেনে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোকে স্বাগত জানালো ওমান
ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩৫ জন আহত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post