মধ্যপ্রাচ্য থেকে প্রতিদিনই আসছে রেমিট্যান্স যোদ্ধাদের মৃত্যুর খবর। যার অধিকাংশ মৃত্যুই হয় সড়ক দুর্ঘটনা অথবা হৃদরোগে আক্রান্ত হয়ে। পারিবারিক চাপ, আর্থিক সমস্যা, ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তা সহ নানা করনে স্ট্রোক করে প্রবাসে এক বুক অভিমান নিয়েই মৃত্যু বরণ করছে অনেক প্রবাসী।
সোমবার ওমানের স্থানীয় সময় রাত আনুমানিক এগারোটার দিকে না ফেরার দেশে পারি জমান মোঃ শাখাওয়াত হোসেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্থানীয় সূত্রে জানাগেছে, তার দেশের বাড়ি কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউপি’র বেল্টা দক্ষিনপাড়ায়। হৃদরোগে আক্রান্ত হয়ে সালালার সুলতান কাবুস হাঁসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অপরদিকে একইদিনে ওমানের পার্শ্ববর্তী দেশ সংযুক্ত আরব আমিরাতে জাহাঙ্গীর আলম নামে আরেক বাংলাদেশি প্রবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে। জাহাঙ্গীরের দেশের বাড়িও কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের বড়কালী গ্রামে। সোমবার স্থানীয় সময় সকাল এগারোটার দিকে আবুধাবি আল আহলি হাসপাতালে তিনি মারা যান।
আরো পড়ুন:
বিমানবন্দরে প্রবাসীদের ‘ভিআইপি’ সেবা দেওয়ার দাবি
দীর্ঘ ছয় মাস পর আমিরাতে কমল জ্বালানি তেলের দাম
ওমানের মাস্কাটে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু
বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা সহ এক নারী যাত্রী আটক
নিষিদ্ধ মাদক পাওয়ায় জাকার্তা থেকে বাংলাদেশি কূটনীতিক প্রত্যাহার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post