জ্বালানী তেলের দাম বেড়ে যাওয়ায় চাঙ্গা হচ্ছে মধ্যপ্রাচ্যের অর্থনীতি। চাহিদা বেড়েছে অভিবাসী কর্মীদের। করোনা মহামারির পর স্বস্তি ফিরতে শুরু করছে আন্তর্জাতিক শ্রমবাজারে। দীর্ঘ সময় বন্ধ থাকার পর মালয়েশিয়া, ইতালি ও গ্রিসে শ্রমিক নেয়ার প্রক্রিয়া শুরু করায় জনশক্তি রফতানির পালেও লেগেছে হাওয়া। বৈশ্বিক মহামারি কারণে শ্রমবাজারে নেমে এসেছিল বিপর্যয়। তবে দীর্ঘ স্থবিরতা কাটিয়ে বিভিন্ন দেশের শ্রমবাজারে বাংলাদেশী শ্রমিকদের চাহিদা বেড়ে গেছে। এতে স্বস্তি ফিরতে শুরু করছে আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মরত শ্রমিকদের। দুই বছরের মহামারির ধাক্কা সামলে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো ঘুরে দাঁড়াচ্ছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, কাতার, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মরিশাসে কর্মী পাঠানোর সংখ্যা বাড়ছে।
শিক্ষানবিস কর্মী নেয়া শুরু করেছে জাপানও। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য মতে, জুলাইর এক তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত ৩৭ হাজার ৯১৪ জন নারী-পুরুষ কর্মী সৌদি আরবে গিয়েছেন। দ্বিতীয় অবস্থানে ওমানে গেছেন ১৩ হাজার ৩১৩ জন। সিঙ্গাপুরে গেছেন ৫ হাজার ১১৪ জন, সংযুক্ত আরব আমিরাতে ৪ হাজার ৬০৩ জন, মরিশাসে ৪১৪ জন, পোল্যান্ডে ১০৩ জন এবং দক্ষিণ কোরিয়ায় ৪২৬ জন কর্মী নেয়া হয়েছে। এছাড়াও, চলতি আগস্ট মাস থেকেই মালয়েশিয়া কর্মী যাওয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ।
ইতিমধ্যেই মালয়েশিয়া যেতে ইচ্ছুক এমন কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে। এ দিকে গত ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্সও এসেছে জুলাইতে। এ মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২০৯ কোটি ৬৯ লাখ মার্কিন ডলার। বর্তমান বিনিময় হার অনুযায়ী যা প্রায় ২০ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, একক মাস হিসেবে ২০৯ কোটি ৬৯ লাখ ডলারের এই অঙ্ক গত ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ।
এদিকে, জনশক্তি রপ্তানির পালে হাওয়া লাগার সাথে সাথে সক্রিয় হয়ে উঠেছে দালাল চক্র। বিদেশগামি কর্মীদের বিভিন্ন মিথ্যা প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতে উঠেপড়ে লেগেছে এই দালাল চক্র। এমতাবস্থায় দালালের খপ্পরে না পরে সঠিক ভাবে বিদেশ যেতে সেইফ স্টেপ মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারেন বিদেশ যেতে ইচ্ছুক এমন কর্মীরা। এটির মাধ্যমে বিদেশ যেতে শতভাগ সঠিক তথ্য পাবেন একজন কর্মী। আমাদের দর্শকদের সুবিধার্থে অ্যাপ এর লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে।
আরো পড়ুন:
বিমানবন্দরে প্রবাসীদের ‘ভিআইপি’ সেবা দেওয়ার দাবি
দীর্ঘ ছয় মাস পর আমিরাতে কমল জ্বালানি তেলের দাম
ওমানের মাস্কাটে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু
বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা সহ এক নারী যাত্রী আটক
নিষিদ্ধ মাদক পাওয়ায় জাকার্তা থেকে বাংলাদেশি কূটনীতিক প্রত্যাহার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post