মধ্যপ্রাচ্যের দেশ ওমানের কয়েকদিন ধরে চলা ভারী বর্ষণ আরো দুই দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার এক বিবৃতিতে বলা হয়েছে, আল হাজর পর্বতমালা ও তার আশেপাশের এলাকা সহ উত্তর ও দক্ষিণ আল বাতিনা, আল দাখিলিয়া, আল বুরাইমি, আল দাহিরা, উত্তর আশ শারকিয়াহ এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা থেকে ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আগামী দুদিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কমে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন অধিদফতরের এক কর্মকর্তা। অন্যদিকে উত্তর আল বাতিনা, আল দাখিলিয়া, আল দাহিরাহ ও আল বুরাইমি অঞ্চলে স্রোতে আটকে পড়া যানবাহন থেকে ১৩ জনকে উদ্ধার করা হয়েছে।
ভারী বর্ষণের কারণে নেজুয়া অঞ্চলের রাস্তাঘাট তলিয়ে গেছে। সোশ্যাল মিডিয়ার ভাইরাল কিছু ভিডিওতে দেখা যায়, দেশটির রুস্তাকের ঘাশব এলাকার বনি উদয়ের একটি মসজিদ পানিতে প্রায় তলিয়ে গেছে। এছাড়াও বেশকিছু অঞ্চলে হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার পরিচালনা করছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এমতাবস্থায় দেশটিতে বসবাসরত সকল নাগরিক ও প্রবাসীদের সতর্কতার সঙ্গে চলাফেরা করতে বলা হয়েছে। অতি প্রয়োজন ছাড়া বাহিরে না যাওয়ার আহ্বান জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি।
আরো পড়ুন:
ওমানে ভূমিধ্বসে ২ শ্রমিকের মৃত্যু
বিশ্বের সবচেয়ে দামি প্রাসাদে সৌদি যুবরাজ
পাসপোর্ট পেতে প্রতি ধাপেই দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তি
ঝুঁকির মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post