প্রযুক্তির উৎকর্ষ সাধনকে ভালো কাজের পাশাপাশি কিছু দুষ্টচক্র ব্যবহার করছে, এতে মানুষের জীবনে নেমে আসছে ভয়াবহ বিপর্যয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত দালালের খপ্পরে পরে ইউরোপ যেতে যেয়ে অবশেষে লাশ হয়ে দেশে ফিরছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার দক্ষিণ লোনসিং গ্রামের কামাল মুন্সি।
ইউরোপের স্বপ্ন নিয়ে দালালের মাধ্যমে পাড়ি দিলেও তিন বছরেও পৌছাতে পারেনি স্বপ্নের দেশে। চলতি মাসের শুরুতে পরিবারে কাছে কামাল মুন্সির মৃত্যুর খবর জানিয়ে টাকা দাবী করছে দালালচক্রটি।
শুরুতে দালালের মাধ্যমে কামালের পরিবার চার লাখ টাকা দিয়েছিল। পরে লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশের আরেক দালালের মাধ্যমে কয়েক দফায় অন্তত ১০ লাখ টাকা পাঠায় কামালের পরিবার। প্রযুক্তিগত মাধ্যম ইমো ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে শরীয়তপুরের ওই তরুণের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন দালালেরা।
মানব পাচার নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, শুধু বাংলাদেশ নয়, পাচারকারীরা বিশ্বজুড়েই মানব পাচারের ঝুঁকিতে থাকা মানুষগুলোকে চিহ্নিত, নিয়ন্ত্রণ ও তাদের দুর্বলতার সুযোগ নিতে এখন প্রযুক্তি ব্যবহার করছেন। এর আগে গত বছর বাংলাদেশের এক তরুণীকে ভারতে পৈশাচিক নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে মানব পাচারকারীদের হাতে প্রযুক্তির অপব্যবহারের বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। দর্শক এভাবে দালালের মাধ্যমে বিদেশ না যেয়ে সঠিক উপায়ে বিদেশ যেতে ব্যবহার করুন সেইফ স্টেপ মোবাইল এপ, যা আপনাকে দালালের প্রতারণা থেকে রক্ষা করে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবে।
ব্র্যাকের গবেষণায় দেখে গেছে, গত কয়েক বছরে পাচারের ক্ষেত্রে ফেসবুকসহ নানা রকম সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক বেশি ব্যবহৃত হচ্ছে। অনেক ক্ষেত্রেই তরুণীদের চাকরি, নায়িকা বা মডেল বানানোর প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাঁদের মানব পাচার চক্রের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে ফেসবুক, টিকটকে আসক্ত তরুণ তরুণীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
যুক্তরাজ্যভিত্তিক মানব পাচার প্রতিরোধবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান জাস্টিস অ্যান্ড কেয়ারের পরিচালক বলেন, প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে মানব পাচারকারীরা লোকজনকে প্রতারণার ফাঁদে ফেলছেন।
আরো পড়ুন:
ওমানে ভূমিধ্বসে ২ শ্রমিকের মৃত্যু
বিশ্বের সবচেয়ে দামি প্রাসাদে সৌদি যুবরাজ
পাসপোর্ট পেতে প্রতি ধাপেই দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তি
ঝুঁকির মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post