স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। ভারি বৃষ্টি থেকে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত দেশটির শারজাহ, ফুজাইরাহসহ বেশ কয়েকটি প্রদেশ। বিগত ২৭ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টিপাতে ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান তলিয়ে গেছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, বন্যায় এক বাংলাদেশিসহ সাত প্রবাসী কর্মীর মৃত্যু হয়েছে।
নিহত বাংলাদেশি প্রবাসীর নাম সাজ্জাদ হোসেন। তার দেশের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সৈয়দপুর গ্রামে। তিন ভাই ও দুই বোনের মধ্যে সাজ্জাদ ছিলেন চতুর্থ। গত ২৭ জুলাই পানির তীব্র স্রোতে ভেসে যান সাজ্জাদ। একদিন নিখোঁজ থাকার পর ২৮ জুলাই সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে ফুজাইরার পুলিশ। ভারী বর্ষণে আটকেপড়া নাগরিক ও প্রবাসীদের উদ্ধারে এগিয়ে আসেন দেশটির সেনাবাহিনী এবং উদ্ধারকর্মীরা। নিরাপদে সরিয়ে নেন বিভিন্ন এলাকার বাসিন্দাদের। অতিবৃষ্টির কারণে শারজাহ, ফুজাইরা ও রাস আল কাইমার কিছু রাস্তা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ করা হয়েছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে এবং সরকারি কর্মকর্তাদের সম্ভব হলে বাড়িতে বসে কাজ করতে বলা হয়।
এদিকে আমিরাতের পার্শ্ববর্তী দেশ ওমানেও ভারী বর্ষণের পূর্বাভাষ দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। রবিবার এক বিবৃতিতে আবহাওয়া অফিস জানিয়েছে, আল হাজর পর্বতমালা ও তার আশেপাশের এলাকায় বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আজ থেকে বিভিন্ন প্রদেশে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশটির কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
আরো পড়ুন:
দুই মাস বন্ধ থাকার পর ফের চালু হলো ই-পাসপোর্টের কার্যক্রম
বিকাশে সর্বোচ্চ রেমিট্যান্স এনে মোবাইল জিতলেন ৩০ জন
বাংলাদেশে খোলা জায়গায় মলত্যাগের শীর্ষে রংপুর
মালয়েশিয়া যাওয়ার পূর্ণাঙ্গ রূপরেখা জানাল বিএমইটি
দুই রুটে ভাড়া কমানোর ঘোষণা দিলো বিমান
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post