দেশে গত কিছুদিন ধরে বাণিজ্যিক ব্যাংক এবং খোলা বাজার উভয় জায়গাতেই কমেছে টাকার মান। বিপরীতে মার্কিন ডলারের দাম বেড়ে চলেছে। এতে ধমকে নেই কুয়েতি দিনার মান, বর্তমানে প্রতি দিনারের বিপরীতে পাচ্ছেন ৩৩৩ টাকা। এক মাস আগেও এক দিনারের বিপরীতে পেতেন ২৮০ টাকা। এ মূল্যবৃদ্ধিতে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উচ্ছ্বাস চলছে।
দিনার, রিয়ালের মতোই আরব আমিরাতের দিরহাম, কাতারি রিয়াল, ওমানি রিয়ালসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মুদ্রার দাম বেড়েছে। ওইসব দেশে অভিবাসী বাংলাদেশিরা আগের তুলনায় বেশি মূল্যে মানি এক্সচেঞ্জ হাউজগুলোর কাছে মুদ্রা বিক্রি করতে পারছেন। একই পরিমাণ অর্থ দেশে পাঠালেও দুই মাস আগের চেয়ে অনেক বেশি টাকা পাচ্ছেন মধ্যপ্রাচ্য প্রবাসীরা। এতে বৈধ চ্যানেলে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে বাংলাদেশে রেমিট্যান্সপ্রবাহ বাড়তে শুরু করেছে।
বিশেষজ্ঞ ধারণা, বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এ দেশগুলোর জন্য আশীর্বাদ হয়ে এসেছে। রেকর্ড দামে তেল রফতানি করে চাঙ্গা হয়ে উঠেছে সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর অর্থনীতি। ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মুদ্রা আগের চেয়ে শক্তিশালী হয়েছে। বিপরীতে ইউক্রেন যুদ্ধের পর থেকে ধারাবাহিকভাবে ইউরো ও ব্রিটিশ পাউন্ডের দাম কমেছে। মধ্যপ্রাচ্যে বসবাসকারী বাংলাদেশীরা উপকৃত হলেও ক্ষতির মুখে পড়েছেন যুক্তরাজ্যসহ ইউরোপ প্রবাসীরা।
আরো পড়ুন:
তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত প্রবাসী কল্যাণমন্ত্রী
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের ভিসা নবায়নে জটিলতা
উন্মুক্ত স্থানে সূর্যের আলোয় কাজ করায় নিষেধাজ্ঞা দিয়েছে কুয়েত
সৌদি আরবে এক সপ্তাহে ১১ হাজার অবৈধ অভিবাসী গ্রেপ্তার
পাকিস্তান হাইকমিশনে বাংলাদেশের পতাকা বিকৃতি
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post