সরকারিভাবে নামমাত্র খরচে কর্মী নেবে জর্ডানের একটি পোশাক কারখানা। এসব কর্মীদের নিয়োগ প্রক্রিয়া রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র জনশক্তি রফতানিকারক কোম্পানি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সম্পন্ন হবে। স্বল্প খরচে কর্মীরা কাজ করতে পারবেন ক্ল্যাসিক ফ্যাশন অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এ।
প্রথম ক্যাটাগরিতে প্রোডাকশন সুপারভাইজার পদে ২০ জনকে নিয়োগ দিবে। তবে, প্রার্থীকে যেকোনো প্রতিষ্ঠিত পোশাক কারখানায় লে-আউট থেকে প্যাকিং পর্যন্ত সংশ্লিষ্ট কাজে কমপক্ষে চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে কমপক্ষে দুই বছর বিদেশে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৩৫ এবং বেতন হবে ৪৬,৪৩১ টাকা।
২য় ক্যাটাগরিতে মেকানিকস পদে ১৫ জনকে নিয়োগ দিবে। যাদের এসএসসি পাস হতে হবে এবং লে-আউট অনুসারে গার্মেন্টসের অটোমেটিক সুইং মেশিন ও মেশিনের নির্দিষ্ট যন্ত্রাংশ সংযোজন ও মেরামতের কাজে চার থেকে ছয় বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সেইসাথে বয়স: ২৮-৩৫ বছরের মধ্যে হতে হবে। বেতন হবে ৫৯,৬৯৭ টাকা।
৩য় ক্যাটাগরিতে টেকনিক্যাল এক্সিকিউটিভ পদে ৪ জনকে নিয়োগ দিবে। যাদের স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং যেকোনো প্রতিষ্ঠিত পোশাক কারখানায় সংশ্লিষ্ট কাজে কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে দুই বছর বিদেশে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। এদের বেতন ৮৬,২২৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
আগ্রহী প্রার্থীদের মঙ্গলবার (২৬-জুলাই) সকাল ১০টায় এবং শুক্রবার বিকেল ৩টায় সাক্ষাৎকার দিতে বাংলাদেশ জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, মিরপুর, ঢাকায় উপস্থিত থাকতে বলা হয়েছে। সাক্ষাৎকারের সময় জীবনবৃত্তান্ত, চার কপি সাদা ব্যাকগ্রাউন্ডে পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের চার সেট রঙিন ফটোকপি, ভোটার আইডি কার্ড/জন্মনিবন্ধন, বর্তমান অফিসের পরিচয়পত্র/হাজিরা কার্ড, শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদ নিতে বলা হয়েছে।
আরো পড়ুন:
তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত প্রবাসী কল্যাণমন্ত্রী
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের ভিসা নবায়নে জটিলতা
উন্মুক্ত স্থানে সূর্যের আলোয় কাজ করায় নিষেধাজ্ঞা দিয়েছে কুয়েত
সৌদি আরবে এক সপ্তাহে ১১ হাজার অবৈধ অভিবাসী গ্রেপ্তার
পাকিস্তান হাইকমিশনে বাংলাদেশের পতাকা বিকৃতি
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post