মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম বার্ষিকী এবং নতুন হিজরি ১৪৪৪ বর্ষ উপলক্ষে সরকারি ও বেসরকারি খাতের কর্মচারীদের জন্য সরকারি ছুটি ঘোষণা করেছে ওমান। বৃহস্পতিবার (২১ জুলাই) এক প্রজ্ঞাপনে এই তথ্য জানিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম বার্ষিকী এবং নতুন হিজরি বর্ষ উপলক্ষে মহররমের প্রথম দিনটি সাপ্তাহিক ছুটির দিনের মধ্যে পড়ে। তাই আগামী ৩১ জুলাই দেশটির প্রশাসনিক কলকারখানা এবং অন্যান্য কর্মচারীদের জন্য সরকারি ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে বেসরকারি প্রতিষ্ঠান গুলোও এই ছুটির অন্তর্ভুক্ত থাকবে। তবে চাঁদ দেখা কমিটি থেকে মুহররম মাসের তারিখ চূড়ান্তভাবে ঘোষণা করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যদি নিয়োগকর্তারা উল্লিখিত ছুটির দিনে কাজের প্রয়োজন বলে মনে করেন, তাহলে কর্মীদের দিয়ে কাজ করাতে পারবে, তবে এর জন্য কর্মীদের অতিরিক্ত বেতন-ভাতা প্রদান করতে হবে।
উল্লেখ্য: হিজরি অর্থাৎ আরবি বছরের প্রথম মাস হলো মুহররম। ইসলামে এদিনটি মুসলিম সম্প্রদায়ের জন্য এক বিশেষ স্মারক। হিজরি সন এমন একটি সন, যার সঙ্গে মুসলিম উম্মাহর তাহজিব-তামাদ্দুন ও ঐতিহ্যের ভিত্তি সম্পৃক্ত। মুসলমানদের ধর্মীয় আচার-অনুষ্ঠান ও আনন্দ-উৎসবসহ সব ক্ষেত্রেই হিজরি সনের অনুসারী। বিশেষত রোজা, হজ, ঈদ, শবেবরাত, শবে কদরসহ ইসলামের বিভিন্ন বিধি-বিধান হিজরি সনের ওপর নির্ভরশীল। ইসলামি আরবি বর্ষপঞ্জিকার সঙ্গে জড়িয়ে আছে প্রিয় নবীজির হিজরতের স্মৃতি, তাই যুগ যুগ ধরে মুসলমানদের কাছে হিজরি সাল একসময় বেশ গুরুত্বপূর্ণ হলেও আজকাল তা কেবল রমজান ও ঈদের হিসাব রাখার মধ্যে সীমিত হয়ে আছে।
বিশ্ব মুসলিম উম্মাহর কৃষ্টি-কালচারে হিজরি সনের গুরুত্ব অপরিসীম। হিজরি সন গণনার সূচনা হয়েছিল ঐতিহাসিক এক অবিস্মরণীয় ঘটনাকে উপলক্ষ করে। রাসূল (সা.) এবং তার সঙ্গী-সাথীবর্গের মক্কা থেকে মদিনায় হিজরতের ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্যই আরবি মহররম মাসকে হিজরি সনের প্রথম মাস ধরে সাল গণনা শুরু হয়েছিল। আল্লাহর নির্দেশ পালনার্থে তথা দ্বীনের স্বার্থে পবিত্র মক্কা থেকে মদিনায় রাসূল (সা.) এবং সাহাবায়ে কেরামগণের হিজরতের বছর থেকেই হিজরি সনের সূচনা।
আরো পড়ুন:
নতুন নতুন শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের সুযোগ সৃষ্টি হচ্ছে: ইমরান আহমদ
ওমানের সালালায় ফের সড়ক দুর্ঘটনা, চালকদের সর্তক থাকার নির্দেশ
পাসপোর্ট সেবা প্রত্যাশীদের হয়রানি, মালয়েশিয়ায় ৫ দালাল আটক
গোপনে মক্কায় গেলেন ইসরাইলি সাংবাদিক
অতিরিক্ত পুলিশ সুপারের ঝুলন্ত ও কনস্টেবলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post