দেশে এবং বিদেশে সকল স্থানেই পাসপোর্ট সেবা প্রত্যাশীদের নানাভাবে হয়রানি করে এক শ্রেণির দালালচক্র। ইতিমধ্যেই পাসপোর্ট সেবা প্রত্যাশীদের হয়রানি করায় মালয়েশিয়ায় ৫ দালালকে আটক করা হয়েছে। বুধবার (২০ জুলাই) পাসপোর্ট সেবা প্রত্যাশী কয়েকজন বাংলাদেশিকে হয়রানির অভিযোগে পাঁচ জনকে হাতেনাতে আটক করে হাইকিমশনের কর্মকর্তারা।
কেডা প্রদেশ থেকে আসা এক ভুক্তভোগীর দাবি, ৮ মাস আগে অতিরিক্ত অর্থ দিয়ে পাসপোর্ট করতে দেয়ার পর যোগাযোগ বন্ধ করে দেয় দালাল লাভলু মৃধা। আটকের পর অভিযুক্ত লাভলু মৃধা ও ইমরান অনৈতিক এ বিষয়টি শিকার করে এ ধরনের কর্মকান্ডে আর জড়িত না হতে হাইকমিশনে লিখিত মুচলেকা দেয়া। একই ভাবে আরো তিনজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয় হাইকমিশন।
এ প্রসঙ্গে ঘটনাস্থলে থাকা হাইকমিশনের প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) মিয়া মোহাম্মদ কিয়ামউদ্দিন বলেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া উচিত ছিল। তবে তাদের পরিবারের কথা চিন্তা করে হাইকমিশনার আইনগত পদক্ষেপ না নিয়ে মুচলেকা ও ভুক্তভোগীর অর্থ ফেরত দিয়ে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয়। দূতাবাসের এমন পদক্ষেপে দারুণ খুশি ভুক্তভোগী প্রবাসীরা।
আরো পড়ুন:
বিমানের নিয়োগ দুর্নীতি: দুদকের জালে এমডিসহ ৪ জন
পায়ুপথে সোনা আনতে যেয়ে ধরা পড়লেন এক দুবাই প্রবাসী
ওমানে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু এবং আহত আরো ৫ জন
তেল চুরির অপরাধে ওমানের তিনটি পেট্রোল পাম্পকে জরিমানা
ফেসবুকে অবৈধভাবে কিডনি কেনাবেচা, চক্রের ৫ জন গ্রেফতার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post