খেলাধুলা এবং সুস্থ বিনোদন ব্যতীত অনেক সময় প্রবাসীরা অপরাধের সাথে জড়িয়ে পরে। আর তাইতো বিদেশের মাটিতে যাতে প্রবাসীরা সঠিক পথে থাকে এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে সেই লক্ষে মরুময় দেশ ওমানে প্রথমবারের মতো যাত্রা শুরু করলো বাংলাদেশ ক্রিকেট ক্লাব।
ইতিমধ্যেই ওমান ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত এক টুর্নামেন্টে ভারত সহ বিশ্বের নয়টি দেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের এই ক্লাব। প্রবাসী খেলোয়াড়দের এমন অর্জনে বেশ সাড়া ফেলেছে গোটা ওমানে। গতকাল (২০-জুলাই) রাতে খেলোয়াড়দের নিয়ে মাস্কাটের একটি পাঁচ তারকা হোটেলে জমকালো এক সংবর্ধনার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস মাস্কাটের শ্রম কাউন্সিলর হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন ওমান ক্রিকেট বোর্ডের পরিচালক এবং সিলেকশন কমিটির চেয়ারম্যান সৈয়দ আনোয়ার এহসান এবং এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো, ইয়াসিন চৌধুরী সিআইপি।
ওমানের স্টেডিয়ামে বাংলাদেশি দলের এমন বিজয়ের ভুয়ুসি প্রশংসা করেন দূতাবাসের শ্রম কাউন্সিলর হুমায়ুন কবির। এসময় তিনি দূতাবাসের পক্ষথেকে সকল ধরণের সহযোগিতারও আশ্বাস দেন।
বাংলাদেশি খেলোয়াড়দের ভূয়সি প্রশংসা করেন ওমান ক্রিকেট বোর্ডের পরিচালক সৈয়দ আনোয়ার এহসান, তিনি ওমান সরকার থেকে এই ক্লাবের অনুমোদনের ব্যবস্থা সহ সকল ধরণের সহযোগিতার আশ্বাস দেন।
প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষে কমিউনিটির সকলের প্রতি অনুরোধ জানান ইয়াসিন চৌধুরী সিআইপি। তিনি বলেন, দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বার্থে বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমান কে সর্বাত্মক সহযোগিতা করা দরকার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সমিতি, ওমান আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বাংলাদেশ বিমান, বাংলাদেশ স্কুল মাস্কাট, বিভিন্ন এক্সচেঞ্জ হাউস, সালাম এয়ার, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাগণ সহ বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষে বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমান কে আরো শক্তিশালী করার লক্ষ্যে ৭ সদস্যের একটি আহবায়ক কমিটি ঘোষণা করেন ইয়াসিন চৌধুরী সিআইপি। নতুন এই কমিটির মধ্যে রয়েছেন, আহ্বায়ক প্রকৌশলী আশরাফুর রহমান সিআইপি, যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াদ, সদস্য সচিব শেখ ফাহাদ এবং সদস্য জহিরুল ইসলাম, ওয়াহিদুর রহমান, মহিউদ্দিন সজিব ও সৈয়দ আরিফ।
আরো পড়ুন:
বিমানের নিয়োগ দুর্নীতি: দুদকের জালে এমডিসহ ৪ জন
পায়ুপথে সোনা আনতে যেয়ে ধরা পড়লেন এক দুবাই প্রবাসী
ওমানে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু এবং আহত আরো ৫ জন
তেল চুরির অপরাধে ওমানের তিনটি পেট্রোল পাম্পকে জরিমানা
ফেসবুকে অবৈধভাবে কিডনি কেনাবেচা, চক্রের ৫ জন গ্রেফতার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post