পরিবার প্রিয়জন বন্ধুবান্ধব সবাইকে ছেঁড়ে কীভাবে ঈদ উদযাপন করেন একজন প্রবাসী এটি কেবলমাত্র একজন রেমিট্যান্স যোদ্ধাই বলতে পারবেন। অধিকাংশ প্রবাসী বুঝতেই পারেননা ঈদের দিন না সাধারণ দিন। শুধুমাত্র ঈদের নামাজের কারণে অনুমান করতে পারেন এটি ঈদের দিন।
অনেকেরই ঈদের দিন অতিবাহিত হয় চোখের জল মুছে। তবে কেউ আবার সহকর্মীদের নিয়ে আড্ডার মাধ্যমে কিছু মুহূর্ত দেশে থাকা প্রিয়জনদেন কাছে না পাওয়ার দুঃখ ভুলে থাকার চেষ্টা করেন। সাধারণত মধ্যপ্রাচ্যে ফজরের পরপর ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আর তাই ঈদের নামাজ পড়ে অধিকাংশ প্রবাসী ঘুমিয়ে দিন কাটিয়ে দেন। শুধুমাত্র ব্যতিক্রম থাকে যারা কুরবানি দেন এবং যেসব প্রবাসী পরিবার নিয়ে বিদেশ থাকেন তাদের বেলায়। তবে এই সংখ্যা খুবই কম।
প্রতি বছর জুন থেকে আগস্ট এই তিনমাস মধ্যপ্রাচ্যে তাপমাত্রা ৪০ থেকে ৫০ ডিগ্রি পর্যন্ত থাকে। আর তাই দিনের বেলায় বাহিরে কাঠফাটা রোদে ঘুরতে বের না হলেও সন্ধ্যার পর পার্কে, সমুদ্রে পাড়ে ও বিভিন্ন দর্শনীয় স্থানে প্রবাসীদের ভিড় ছিলো লক্ষণীয়। খাওয়া দাওয়া, গান বাজনা, গল্প আড্ডা, খেলাধুলায় মেতে উঠেন সবাই। কিছু মুহূর্ত দেশে থাকা প্রিয়জনদের কাছে না পাওয়ার দুঃখ ভুলে থাকার চেষ্টা করেন প্রবাসীরা। আর এভাবেই প্রবাসে ঈদের উৎসব কাটান কুয়েত সহ মধ্যপ্রাচ্যের রেমিট্যান্স যোদ্ধারা।
এদিকে, করোনা মহামারির পর এই প্রথম বড় জামাতে ঈদের নামাজ আদায় করলেন মালয়েশিয়া প্রবাসীরা। দেশটির বিভিন্ন শহরে ঈদ-উল- আযহা উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। ঈদুল আযহা উপলক্ষে দেশটিতে বসবাসরত সকল প্রবাসীদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়াস্থ বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ এ খাস্তগীর।
আরো পড়ুন:
ওমানের যে পণ্য স্বর্ণের চেয়েও দামি!
মরুর বুকে সৌন্দর্যের লীলাভূমি সালালাহ
যুক্তরাজ্যের সবচেয়ে জনপ্রিয় নাম মোহাম্মদ
মালদ্বীপে বসবাসরত বাংলাদেশিদের বৈধকরণ প্রক্রিয়া চালু
বিশ্বজুড়ে বাড়ছে পণ্যের দাম, জনগণের পাশে দাঁড়ালেন সৌদি বাদশাহ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post