ওমানের বেশকিছু অঞ্চলে কয়েকদিন যাবত চলছে ভারী বর্ষণ। জনজীবনের স্বাভাবিক কাজ কর্মে নেমে এসেছে স্থবিরতা। ইতিমধ্যেই দেশটির আল হামরার এলাকার একটি উপত্যকা থেকে আটকে পড়া চার ব্যক্তিকে উদ্ধার করেছে দেশটির সিভিল ডিফেন্স এন্ড এ্যাম্বুলেন্স অথোরিটি (সিডিএএ)।
আজ এক বিবৃতিতে সিডিএএ জানিয়েছে, তীব্র স্রোতে গাড়ি চালিয়ে উঠার সময় তারা আটকে পড়ে। এমতাবস্থায় আল দাখিলিয়াহ প্রদেশের বেসামরিক প্রতিরক্ষা এবং অ্যাম্বুলেন্স বিভাগের একটি উদ্ধারকারী দল তাদেরকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। বর্তমানে উদ্ধারকৃত সকলেই সুস্থ আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে, ওমানের আল দাখিলিয়া প্রদেশের নিজওয়া এলাকায় একটি উপত্যকা থেকে একজন ব্যক্তির হারিয়ে যাওয়ার খবর সোশ্যাল মিডিয়া প্রচারিত হচ্ছে। এ খবরটি গুজব বলে জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি (সিডিএএ)।
সিডিএএ জানিয়েছে, নিজওয়া এলাকার আল-ওয়াসিত উপত্যকায় একজন ব্যক্তি হারিয় যাওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হচ্ছে। যার কোনো সত্যতা নেই। নাগরিক ও প্রবাসীদের গুজবে কান না দিতে আহ্বান জানিয়েছে সিডিএএ। একইসাথে সকলের নিরাপত্তা রক্ষায় বৃষ্টি চলাকালীন সময়ে গাড়ি চালকদের উপত্যকা অতিক্রম না করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
আরো পড়ুন:
সোনার হরিণের আশায় দুবাই যেয়ে ফুটপাতে ঘুমাচ্ছেন প্রবাসীরা
হাজিদের নিরাপত্তায় মক্কায় সামরিক বাহিনীর মহড়া
ওমানে বৃষ্টির সময় সতর্কতা অবলম্বনের আহ্বান
বিদায়ী অর্থবছরে প্রবাসী আয়ে বড় পতন
ওমানি যুবকের প্রশংসায় নেট দুনিয়া
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post