সংযুক্ত আরব আমিরাতে প্রায়ই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটছে প্রবাসীদের। এবার দেশটির রাস আল খাইমায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন শাকিল হোসাইন নামে এক প্রবাসী বাংলাদেশি। জানা গেছে, শাকিল হোসাইন ভিজিট ভিসায় ১০ মাস আগে আমিরাতে গিয়েছিলেন। গত ৪ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান শাকিল। এরপর তার মরদেহ রাস-আল-খাইমা হাসপাতালের মর্গে রাখা হয়। অর্থ সংকটের কারণে তার মরদেহ দেশে পাঠাতে বিলম্ব হয়েছে প্রায় মাস খানেক।
তবে মানবিক দিক বিবেচনায় তার মরদেহ দেশে প্রেরণের জন্য রাস আল খাইমার স্থানীয় এক আরবি মোহাম্মদ, বাংলাদেশ কমিউনিটির সিআইপি ইব্রাহিম ওসমান আফলাতুন, এম জাহেদ হাসান, জাফর চৌধুরী, জসিম মল্লিক ও আবুল ফজল অর্থ দিয়ে সহযোগিতা করেন। তাদের দেওয়া অর্থ পাওয়ার পর ওই বাংলাদেশির মরদেহ সোমবার রাতে এয়ার আরাবিয়াযোগে বাংলাদেশে পাঠানো হয়।
এর আগে দুবাই মোহেসনা সোনাপুর হেলথ সেন্টার জামে মসজিদে বাদ আছর তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় আরবি, কমিউনিটি নেতা ইব্রাহিম ওসমান আফলাতুন, এম জাহেদ হাসান, সাইফুল ইসলাম তালুকদারসহ অসংখ্য প্রবাসী বাংলাদেশি অংশ নেন। শাকিল হোসাইন কালীগঞ্জের গাজীপুর থানার জামালপুর ইউনিয়নের কবির হোসাইনের ছেলে। মৃত্যুকালে তিনি তার ৮ মাস বয়সী এক ছেলে, স্ত্রী এবং পিতা-মাতা রেখে গেছেন। উল্লেখ্য প্রায় সর্বস্বান্ত হয়ে প্রবাসে পাড়ি জমানো বাংলাদেশিদের হঠাৎ মৃত্যুতে বেশিরভাগ সময়ে অর্থের অভাবে মরদেহ দেশে আসতে বিলম্বিত হয়। এই ব্যাপারে সংশ্লিষ্টরা আরো বেশি নজর দিবেন বলে আশা প্রকাশ করেন প্রবাসীরা।
আরো পড়ুন:
সোনার হরিণের আশায় দুবাই যেয়ে ফুটপাতে ঘুমাচ্ছেন প্রবাসীরা
হাজিদের নিরাপত্তায় মক্কায় সামরিক বাহিনীর মহড়া
ওমানে বৃষ্টির সময় সতর্কতা অবলম্বনের আহ্বান
বিদায়ী অর্থবছরে প্রবাসী আয়ে বড় পতন
ওমানি যুবকের প্রশংসায় নেট দুনিয়া
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post