ওমানে রোগীদের ও দর্শনার্থীদের বাধ্যতামূলক মাস্ক ব্যবহার ও সকল নাগরিকদের করোনা ভ্যাকসিনের তৃতীয় ও বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, করোনা প্রতিরোধে দেশের সকল হাসপাতাল ও ক্লিনিকে স্বাস্থ্য সতর্কতা মেনে সকল রোগী ও দর্শনার্থীদের বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে।
এছাড়াও যতটা সম্ভব রোগীদের দেখতে আসা দর্শনার্থীদের সংখ্যাও কমিয়ে নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, মাস্কাট প্রদেশে যেসকল নাগরিক করোনার তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ গ্রহণ করেননি, তাদেরকে দ্রুত করেনা ভ্যাকসিন গ্রহণ করতে বলা হয়েছে।
আরো পড়ুন:
মালয়েশিয়ায় চিরুনি অভিযান, চরম আতঙ্কে প্রবাসীরা
বিশ্বে ফের ভয়াবহ রূপ নিচ্ছে করোনা, একদিনে সংক্রমণ ছাড়ালো ৭ লাখ
প্রবাসী স্বামীর মরদেহ দেখে স্ট্রোক করে মারা গেলেন স্ত্রী
মালয়েশিয়ায় হুন্ডির দাপট, প্রণোদনা বাড়ানোর পরও রেমিট্যান্সে ভাটা
ওমানের ব্যাংক মাস্কাট থেকে ঋণ নিল বাংলাদেশের সিটি ব্যাংক
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post