আগামী ২০২২-২৩ অর্থবছরে দেশে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি বিপুল সংখ্যক বাংলাদেশি বিদেশে কর্মসংস্থানের জন্য যাচ্ছেন উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের বিদায়ী গভর্নর ফজলে কবির বলেন, চলতি অর্থবছরের তুলনায় আগামী অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৫ শতাংশ বাড়তে পারে। বৃহস্পতিবার (৩০-জুন) জাতীয় মুদ্রানীতি ঘোষণার সময় তিনি এ কথা জানান।
বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ রেমিট্যান্স আয় চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে আগের অর্থবছরের তুলনায় ১৬ শতাংশ কমেছে। জুলাই-মে সময়ের মধ্যে দেশে ১৯ দশমিক ১৯ বিলিয়ন ডলার এসেছে।
রেমিট্যান্সের প্রবাহ কমে যাওয়া এবং এই সময়ে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দুর্বল হয়েছে। তবে সম্প্রতি বিদেশে বিপুল সংখ্যক কর্মী যাওয়ায় এ অর্থবছর শেষে রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়ার হার ১৪ শতাংশে দাঁড়াতে পারে এবং আগামী অর্থবছরে রেমিট্যান্স প্রবাহের প্রবৃদ্ধি ১৫ শতাংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০১১-২২ অর্থবছরের জুলাই-মে সময়ের মধ্যে ৮ লাখ ৭৭ হাজার কর্মী বিদেশে কর্মসংস্থানের জন্য গিয়েছেন। আগের বছর একই সময়ে বিদেশে গিয়েছিলেন ২ লাখ ৩১ হাজার জন। বাংলাদেশ ব্যাংক জানায়, ২০২০-২১ অর্থবছরে দেশে প্রায় ২৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল, যা আগের বছরের তুলনায় ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।
আরো পড়ুন:
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের গ্রেফতার অভিযান শুরু
ওমানে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাথে এনআরবি সিআইপি’র সৌজন্য স্বাক্ষাত
মালয়েশিয়াগামীদের উদ্দেশ্যে সরকারের সতর্কবার্তা
ফের করোনার বিধিনিষেধ আরোপ করলো ওমান
ওমান সহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আযহার তারিখ ঘোষণা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post