মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কর্মসূচির মেয়াদ শেষ হওয়ার পর চিরুনি অভিযানে নেমেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার (১ জুলাই) থেকে রাজধানী কুয়ালালামপুরসহ বিভিন্ন রাজ্যে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ পাঁচ শতাধিক বিদেশি শ্রমিককে আটক করা হয়েছে। আর এই অবস্থায় চরম আতঙ্কে দিন পার করছেন প্রবাসীরা
এই ধরপাকড় অভিযান শুধু অবৈধ অভিবাসীদের জন্যই নয় বরং যেসব নিয়োগকর্তা অবৈধ শ্রমিকদের নিয়োগ দেবে সেসব নিয়োগকর্তাকেও আইনের মুখোমুখি করা হবে বলে জানান দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক। অভিবাসন বিভাগ মহাপরিচালক দাতুক সেরি খাইরুল জাইমি দাউদ এটিকে নিয়োগকারী কর্মকর্তা ও বিভিন্ন দেশের অবৈধ শ্রমিকদের জন্য বড় সতর্কবার্তা হিসেবে আখ্যায়িত করেন। তারা যে কোনো জায়গায় অভিযান পরিচালনা করতে প্রস্তুত। অবৈধ শ্রমিক বিতাড়িত না হওয়া পর্যন্ত আটক অভিযান চলবে বলেও ঘোষণা দেন তিনি।
আরো পড়ুন:
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের গ্রেফতার অভিযান শুরু
ওমানে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাথে এনআরবি সিআইপি’র সৌজন্য স্বাক্ষাত
মালয়েশিয়াগামীদের উদ্দেশ্যে সরকারের সতর্কবার্তা
ফের করোনার বিধিনিষেধ আরোপ করলো ওমান
ওমান সহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আযহার তারিখ ঘোষণা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post