বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম শীর্ষ খাত রেমিট্যান্সে হুন্ডির থাবা। সরকারের পক্ষথেকে প্রণোদনা বাড়ানোর পরও গতি আসছেনা রেমিট্যান্সে। ব্যাংকিং চ্যানেলের তুলনায় অবৈধ পথে ডলার প্রতি ৫-৬ টাকা বেশি পাওয়ায় হুন্ডির দিকে ঝুকছেন প্রবাসীরা।
প্রবাসী আয় প্রাপ্তিতে বিশ্বের শীর্ষ ৩০ দেশের মধ্যে মালয়েশিয়ার অবস্থান ছিল পঞ্চম। দেশটি থেকে বৈধ পথে ২০২০-২১ অর্থ বছরে প্রবাসী আয় এসেছে দুই হাজার ২ দশমিক ৩৬ মিলিয়ন ডলার। বর্তমানে সপ্তম অবস্থানে নেমে এসেছে মালয়েশিয়া। চলতি অর্থ বছরের জুলাই মাসে ১১০ দশমিক ৭০ মিলিয়ন, আগস্টে ৯৬ দশমিক ২৪ মিলিয়ন, সেপ্টেম্বরে ৮৩ দশমিক ৮৪ মিলিয়ন ডলার প্রবাসী আয় এসেছে। যা গত অর্থবছরে গড়ে পাঠানো প্রবাসী আয়ের তুলনায় ৪২ শতাংশ কম।
এদিকে, সরকারি প্রণোদনা বাড়িয়েও প্রবাসী আয় বাড়ানো যাচ্ছে না। এতে দেশে তৈরি হয়েছে ডলার সংকট। ডলারের আনুষ্ঠানিক দাম ৮৬ থেকে বেড়ে ৯৩ টাকা ৪৫ পয়সায় উঠেছে। এর ফলে বেড়েছে আমদানি পণ্যের দাম। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত অগ্রণী ব্যাংকের রেমিট্যান্স হাউজের মাধ্যমে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৬৮ দশমিক ২০ কোটি টাকা।
বাংলাদেশের অগ্রণী ব্যাংকের প্রতিষ্ঠান মালয়েশিয়ায় অগ্রণী রেমিট্যান্স হাউস এসডি এন বিএইচডির প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক খালেদ মোর্শেদ রিজভী বলেন, বর্তমানে ডলারের বিনিময় হারের ব্যাপক তারতম্যের কারণে আমরা গ্রাহকদের উপযুক্ত বিনিময় রেট দিতে পারছি না। মালয়েশিয়া থেকে গত অর্থবছরের তুলনায় বর্তমান অর্থবছরের এপ্রিল পর্যন্ত প্রায় ৪৯ দশমিক ২৮ শতাংশ রেমিট্যান্স কমে গেছে।
অন্যদিকে, প্লাসিড মানি এক্সচেঞ্জের মাধ্যমে গত বছর প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৩ দশমিক ২০ বিলিয়ন টাকা। আর চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত পাঠিয়েছেন মাত্র ১ দশমিক ৭৫ বিলিয়ন টাকা। যা অর্ধেকে নেমে এসেছে।
এ বিষয়ে প্লাসিড মানি এক্সচেঞ্জের নির্বাহী কর্মকর্তা মো. নূর-ই-আলম সিদ্দিকী বলেন, ডলার সংকটের কারণে রেমিট্যান্স খাতে যে বিপর্যয় নেমে এসেছে, সেটা কাটিয়ে উঠতে প্রাণান্ত চেষ্টা চলছে। তবে এই মুহূর্তে কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি প্রবাসীদের বৈধ চ্যানেলে প্রেরিত রেমিট্যান্সের বিপরীতে নগদ সহায়তা বাড়ানো উচিত।
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী বলেন, প্রণোদনার চেয়েও বেশি টাকা পাওয়া যায় হুন্ডির মাধ্যমে। করোনার প্রভাবে টাকা লেনদেনের অনানুষ্ঠানিক সব খাত প্রায় বন্ধ হয়ে যাওয়ায় প্রবাসী আয় অনেক বেড়েছিল। ভিসা–বাণিজ্য, আন্ডার–ইনভয়েসের (প্রকৃত মূল্য কম দেখানো) মতো অবৈধ পথ আবার চালু হয়ে গেছে। এতে এখন বেড়েছে হুন্ডি।
আরো পড়ুন:
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের গ্রেফতার অভিযান শুরু
ওমানে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাথে এনআরবি সিআইপি’র সৌজন্য স্বাক্ষাত
মালয়েশিয়াগামীদের উদ্দেশ্যে সরকারের সতর্কবার্তা
ফের করোনার বিধিনিষেধ আরোপ করলো ওমান
ওমান সহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আযহার তারিখ ঘোষণা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post