করোনার সকল বিধিনিষেধ তুলে নেওয়ার কয়েক মাস যেতে না যেতেই ফের বিধিনিষেধ আরোপ শুরু করলো ওমান সরকার। ইদানীং বিশ্বব্যাপী করোনা সংক্রমণ আশঙ্কাজনকহারে বৃদ্ধি পাওয়ায় নতুন এই সিদ্ধান্ত নিচ্ছেন ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ এক প্রজ্ঞাপনে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওমানে করোনা সংক্রমণ এড়াতে স্বাস্থ্যকর্মী, রোগী এবং দর্শনার্থীদের হাসপাতাল ও ক্লিনিকে বাধ্যতামূলক মাস্ক পরার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও বিভিন্ন ইভেন্ট, জমায়েত ও অনুষ্ঠানে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। ডিজিজ সার্ভিল্যান্স অ্যান্ড কন্ট্রোল অধিদপ্তর নিম্নলিখিত স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সেগুলো হলো:
১. স্বাস্থ্য কর্মী, রোগী এবং দর্শনার্থীদের হাসপাতাল ও ক্লিনিকের করিডোরের ভিতরে মাস্ক পরতে হবে।
২. যারা ৬ থেকে ৯ মাসের বেশি আগে করোনার দ্বিতীয় ডোজ নিয়েছেন তাদের বুস্টার ডোজ নিতে স্বাস্থ্যকর্মীদের উৎসাহিত করতে হবে।
৩. সন্দেহভাজন রোগীদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করতে হবে। এছাড়াও তাদের স্বাস্থ্যকর্মী বা অন্যান্য রোগে আক্রান্ত রোগীদের থেকে আলাদা রাখতে হবে।
৪. সব ধরনের জমায়েত, অনুষ্ঠান, ইভেন্টে সকল নাগরিকদের বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে। এছাড়াও হাসপাতাল ও ক্লিনিকে দর্শনার্থীর সংখ্যা কমিয়ে নিয়ে আসতে হবে।
৫. হাসপাতাল ও ক্লিনিকে করোনা সংক্রমণ রোধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রতিটি প্রতিষ্ঠানে সংক্রমণ নিয়ন্ত্রণে বিশেষায়িত একটি দলকে দায়িত্ব দিতে হবে। যারা প্রতিনিয়ত ফলো-আপ করবে।
আরো পড়ুন:
প্রবাসীদের নিয়ে জাতীয় সংসদে দাবী তুললেন এমপি নিক্সন
ওমানে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ডের রায়
প্রধান শ্রমবাজারের রেমিট্যান্স কমছে আশঙ্কাজনক হারে
রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের যে ৪ টি বিষয় জানা জরুরি
ইউরোপের বাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post