বেশ কয়েক মাস শান্ত থাকার পর ফের মাথা চাড়া দিয়ে উঠেছে করোনার চতুর্থ ঢেউ। ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে আবারো দুশ্চিন্তার ভাজ পড়েছে প্রবাসীদের কপালে। গতবারের করোনার ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই আবারো প্রবাসীদের জীবনে করোনার থাবা।
বুধবার (২৯-জুন) একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনার সমাপনী বক্তব্যে তিনি বলেন, করোনার চতুর্থ ঢেউ এসেছে।
ইতোমধ্যে দোকান, শপিংমল, বাজার, হোটেল রেস্টুরেন্টে সবার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার। ধর্মীয় প্রার্থনার স্থানগুলো যেমন-মসজিদ, মন্দির, গির্জা ইত্যাদি জায়গায় মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক। এমনকি ওজু এবং সুন্নাত নামায বাসায় পড়তে বলা হয়েছে।
বুধবার (২৯ জুন) বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলছে, বর্তমানে বিশ্বের ১১০টি দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। বৈশ্বিক হিসাবে মৃত্যুহার এখনও তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে থাকলেও, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনে থাকা ৬টি অঞ্চলের মধ্যে ৩টিতেই মৃত্যুহার বৃদ্ধি পাচ্ছে।
আরো পড়ুন:
প্রবাসীদের নিয়ে জাতীয় সংসদে দাবী তুললেন এমপি নিক্সন
ওমানে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ডের রায়
প্রধান শ্রমবাজারের রেমিট্যান্স কমছে আশঙ্কাজনক হারে
রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের যে ৪ টি বিষয় জানা জরুরি
ইউরোপের বাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post