ওমানের আল হাজর পর্বতমালা এবং আশেপাশের এলাকায় বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। শনিবার ওমানের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, “আজ সন্ধ্যা থেকে আল হাজর পর্বতমালা ও তার আশেপাশের এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়াও আল হাজর পর্বতমালা এলাকায় রাতে বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ধোফার প্রদেশেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।”
এ ছাড়া ওমান সাগরের উপকূল এবং আরব সাগরের উপকূলীয় এলাকা কুয়াশাচ্ছন্ন থাকবে। এদিকে, আজ শনিবার আরব সাগরে ৫.৯ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র (ইএমসি)। এ ভূমিকম্পটি আজ সকাল সাড়ে সাতটায় রেকর্ড করা হয়। আরব সাগরের ১০ কিলোমিটার গভীরে এবং খাসাব থেকে ২০৬ কিলোমিটার দূরে এ ভূমিকম্প রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে ইএমসি।
আরো পড়ুন:
পদ্মাসেতু: রডের দৈর্ঘ্য টেকনাফ থেকে তেঁতুলিয়ার চেয়ে বেশি
ঢাকা বিমানবন্দরে নারীর বিশেষ অঙ্গ থেকে ৮ সোনার বার উদ্ধার
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো আমিরাত
শ্রমিক নিয়োগে দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার মন্ত্রীর বিরুদ্ধে মামলা
দুবাই থেকে কফিনবন্দি হয়ে দেশে ফিরলো প্রবাসী বাবুল
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post