করোনা ভাইরাস মোকাবেলায় দেশটির সুপ্রিম কমিটি কর্মক্ষেত্রে মিটিং বা অন্য কোনও আয়োজনে নতুন নির্দেশনা জারি করেছে। দেশটির সকল সরকারী ও বেসরকারি খাতের প্রতিষ্ঠান ও সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে করে তারা তাদের মিটিংয়ের সংখ্যা কমিয়ে নিয়ে আসে। একই সাথে প্রত্যেক মিটিংয়ে অংশগ্রহণকারীর সংখ্যাও কমিয়ে ন্যূনতম করার আহ্বান জানানো হয়েছে। একই সাথে প্রত্যেক মিটিংয়ে আসনগুলোর মধ্যে শারীরিক দূরত্ব বজায় রাখারও আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুনঃ ওমানে আক্রান্ত এবং মৃত্যু দুইটাই বাড়ছে
কোভিড ১৯ এর ঝুঁকি কমাতে নতুন এই নির্দেশনায় প্রতিটি মিটিং করার আগে স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন ব্যবস্থা করার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে। এছাড়াও বেশিরভাগ মিটিং যদি অনলাইনের মাধ্যমে করা সম্ভব হয় তাহলে অনলাইনেই মিটিং শেষ করার জন্য আহ্বান জানিয়েছে সুপ্রিম কমিটি। তবে সরাসরি মিটিং করা যদি বাধ্যতামূলক হয় তাহলে অবশ্যই সকলকে প্রতিরোধমূলক ব্যবস্থা যেমন ইনফ্লুয়েঞ্জা জনিত লক্ষণ রয়েছে এমন কর্মীদের মিটিং থেকে বাদ দেওয়া, মিটিংয়ে কাগজপত্রের আদান-প্রদান না করা, সমস্ত অংশগ্রহণকারীর জন্য টিস্যু পেপার ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখা।
https://www.youtube.com/watch?v=j8h_tu4CmCY
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post