মালয়েশিয়ার রাজা ইয়াং ডি পারতোয়ান আগং সুলতান আব্দুল্লাহ সুলতান আহমেদ শাহ-এর সাথে সাক্ষাৎ করলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো: গোলাম সারোয়ার।
৬ জুন মালয়েশিয়ার রাজপ্রাসাদ ইস্তানা নেগারায় রাজা এবং রানী তুঙ্কু আজিজাহ আমিনাহ মায়মুনাহর সঙ্গে সাক্ষাত করেন হাইকমিশনার এবং তাঁর সহধর্মিণী মিসেস তাসলিমা সারোয়ার।
এ সময় দু,দেশের মধ্যে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক প্রেরণের বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এছাড়া, সম্প্রতি শ্রমিক প্রেরণের পদ্ধতি চূড়ান্ত করায় রাজা বিশেষ সন্তুষ্টি প্রকাশ করেন।
বাংলাদেশ থেকে শ্রমিক প্রেরণে হাইকমিশনারের ইতিবাচক ভূমিকার জন্য হাইকমিশনারকে ধন্যবাদ জানান রাজা। সেইসাথে তার কূটনৈতিক বিচক্ষণতার জন্য প্রশংসা করেন রাজা।
সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময়কালে রাজা আগং, বন্ধুত্বপূর্ণ দেশ দুটির মধ্যকার পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা আরো বৃদ্ধির ক্ষেত্রে দুই দেশের আন্তরিকতার আহ্বান জানান। সেই সাথে দু’দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ারও প্রত্যয় ব্যক্ত করেন।
আরো পড়ুন:
তীব্র তাপদাহে পুড়ছে ওমান, ৪৯ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড
শেরপুরের কোরবানি হাট কাঁপাচ্ছে ওমান প্রবাসীর দুটি ষাঁড় ময়না ও রবি
আরব দেশগুলোর কঠিন চাপে পিছু হটলো ভারত
প্রবাসীদের ক্ষোভ! প্রতিবাদ স্বরূপ হুন্ডিতে রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসিরা
কুয়েতে বিক্ষোভ মিছিল করায় অসংখ্য প্রবাসী গ্রেফতার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post