ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে যে কোনো রকমের সম্পর্ক প্রতিষ্ঠাকে অপরাধ বলে চিহ্নিত করে একটি আইন পাস করতে যাচ্ছে ইয়েমেনের জাতীয় সংসদ। ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন গভর্মেন্টের প্রধানমন্ত্রী আব্দুল আজিজ বিন হাবতুর আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরাকে রোববার এ কথা বলেছেন। ইয়েমেনের জাতীয় সংসদের এই উদ্যোগের মধ্যদিয়ে ফিলিস্তিনিদের প্রতি বৃহত্তর পর্যায়ে সংহতি প্রকাশের ব্যবস্থা করতে যাচ্ছে ইয়েমেন সরকার।
প্রধানমন্ত্রী হাবতুর জানান, জাতীয় সংসদ শিগগিরই এ বিষয়ে একটি বিল পাস করবে যা আইনে পরিণত করা হবে। তিনি বলেন, ইয়েমেনের জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে এই পদক্ষেপ নেয়া হবে। ফিলিস্তিন ইস্যুকে মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান সমস্যা বলেও তিনি উল্লেখ করেন।
কয়েকটি আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর ইহুদিবাদী সরকার ফিলিস্তিনের জনগণ এবং পবিত্র আল-আকসা মসজিদের ওপর নিপীড়ন এবং অবমাননামূলক কর্মকাণ্ড জোরদার করেছে। এ প্রেক্ষাপটে ইয়েমেনের স্যালভেশন সরকার এই উদ্যোগ নিতে যাচ্ছে।
এর কয়েকদিন আগে ইরাকের সংসদও একই ধরনের একটি আইন পাস করেছে যার আওতায় ইসরাইলের সঙ্গে সব রকমের সম্পর্ককে বেআইনি ও শাস্তিমূলক অপরাধ বলে দেখা হচ্ছে।
আরো পড়ুন:
ইসরাইল বিরোধী কঠোর আইন পাশ করল ইরাক
ওমানের সাথে সম্পর্ক স্বাভাবিক করার আশা ইসরাইলের
সৌদির আকাশ পথ ইসরাইলের জন্য নিষিদ্ধ ঘোষণা
ওমান বসে ইসরাইলের পক্ষ নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে!
ইসরাইলের ব্যাপারে কঠোর হুশিয়ারি দিলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post