প্রেসক্রিপশন বিহীন ওষুধ নিয়ে ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হচ্ছেন প্রবাসীরা। আবার অনেক প্রবাসী না জেনে পরিচিতদের ওষুধ নিতে যেয়ে মাদক সহ ধরা পড়ছেন মাস্কাট বিমানবন্দরে। সম্প্রতি এ নিয়ে ওমান এয়ারপোর্ট কর্তৃপক্ষ এক প্রজ্ঞাপন জারী করেছে।
এতে বলা হয়েছে অনেক প্রবাসী প্রেসক্রিপশন বিহীন ওষুধ নিয়ে ওমান প্রবেশ করছেন। আবার অনেকেই ওষুধের নামে বিভিন্ন মাদকদ্রব্য নিয়ে ওমান প্রবেশের সময় পুলিশের হাতে ধরা পড়ছেন। এমতাবস্থায় যাত্রীদের ওষুধ নেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, অনেক প্রবাসী না যেনে অন্যের ওষুধ এবং বিভিন্ন খাবারের জিনিসপত্র নিয়ে যান। কিন্তু কিছু অসাধু ব্যক্তি উক্ত খাবার বা ওষুধের মাধ্যমে ইয়াবা সহ বিভিন্ন ধরণের মাদক পাচার করেন।
এতে মূল অপরাধী ধরাছোঁয়ার বাইরে থাকলেও এয়ারপোর্টে চরম বিপাকে পড়েন নিরপরাধ যাত্রী। এমতাবস্থায় বিদেশ যাওয়ার সময় কিম্বা দেশে আসার সময় অন্যের মালামাল আনতে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে।
আরো পড়ুন:
ইচ্ছামতো রেমিট্যান্স পাঠানো যাবে, কাগজপত্র ছাড়াই মিলবে প্রণোদনা
মসজিদে নামাজরত অবস্থায় মারা গেলেন ওয়াহেদ মিয়া নামে এক মুসল্লি
ওমানে জুয়া খেলার অপরাধে ২৫ প্রবাসীকে গ্রেপ্তার করেছে
চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৩ কেজি স্বর্ণ জব্দ, আটক ১
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post