ওমানে জুয়া খেলার অভিযোগে ২৫ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। আজ এক বিবৃতিতে আরওপি জানিয়েছে, তাদেরকে আল বুড়াইমি প্রদেশ থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সকলেই এশিয়ান নাগরিক উল্লেখ করলেও তারা কোন দেশের নাগরিক তা জানায়নি পুলিশ।
তবে স্থানীয় প্রবাসীদের সূত্রে জানাগেছে, গ্রেফতারকৃত সকলেই বাংলাদেশী নাগরিক। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কথা জানিয়েছে পুলিশ।
এদিকে এধরণের অপরাধ থেকে নিজেদের বিরত রাখতে অনুরোধ জানিয়েছে অভিবাসন বিশেষজ্ঞরা। বিদেশের মাটিতে এমন অপরাধের ফলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এমনটি মত দিয়েছেন তারা।
আরো পড়ুন:
কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের পহেলা বৈশাখ উদযাপন
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫১ অবৈধ অভিবাসী আটক
ইসরাইল বিরোধী কঠোর আইন পাশ করল ইরাক
বিমানবন্দরে হয়রানির শিকার হলে প্রবাসীদের লিখিত অভিযোগের পরামর্শ
লিবিয়া থেকে এক সপ্তাহে দেশে ফিরলেন প্রায় পাঁচ শতাধিক বাংলাদেশী প্রবাসী
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
