সংসারের অভাব অনটন কাটিয়ে উঠতে গত ৪ মাস আগে গৃহকর্মীর ভিসায় সৌদি আরব পাড়ি দেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পলি আক্তার (৩৫)। কিন্তু সেখানে গিয়ে তিনি প্রতিনিয়ত গৃহকর্তার নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীর স্বামী সিদ্দিক বলেন, উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম গ্রামের সানোয়ারার মাধ্যমে গৃহকর্মীর ভিসায় সৌদি আরবে যান পলি। কিন্তু সেখানে গিয়ে প্রতিনিয়ত অমানবিক নির্যাতন ও মারধোরের শিকার হচ্ছেন পলি। এ বিষয়ে ইতোমধ্যে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহা পরিচালক ও সিংগাইর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সানোয়ারা লোভ লালসা দেখিয়ে পলি আক্তারকে গৃহকর্মীর ভিসায় সৌদি আরব পাঠান। সেখানে যাওয়ার পর গৃহকর্তা তাকে নির্যাতন ও মারধরের করে আহত অবস্থায় দেশটির বাংলাদেশি এজেন্সির কাছে ফেরত পাঠায়। ভুক্তভোগী বিষয়টি মুঠোফোনে স্বামীকে জানালে সিদ্দিক সানোয়ারাকে বিষয়টি অবগত করেন। এ সময় তাকে দেশে ফেরত আনা বাবদ ৫ লক্ষ টাকা দাবি করে সানোয়ারা।
পরিবার এক লাখ চল্লিশ হাজার টাকা প্রদান করে। পরিবর্তীতে আরও পঞ্চাশ হাজার টাকা দাবি করেন ঐ মহিলা। এ টাকা না দিতে পারায় ভুক্তভোগীর সাথে তার পরিবারের যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। এ বিষয়টি নিয়ে সানোয়ারা নানা তালবাহানা করছে বলেও অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।
এ ব্যাপারে জানতে চাইলে সানোয়ারা বিদেশে পাঠানোর বিষয়টি স্বীকার করেছেন। একইসাথে নির্যাতন ও টাকা নেওয়ার বিষয়টিও অস্বীকার করেন তিনি। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্যা বলেন, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরো পড়ুন:
কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের পহেলা বৈশাখ উদযাপন
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫১ অবৈধ অভিবাসী আটক
ইসরাইল বিরোধী কঠোর আইন পাশ করল ইরাক
বিমানবন্দরে হয়রানির শিকার হলে প্রবাসীদের লিখিত অভিযোগের পরামর্শ
লিবিয়া থেকে এক সপ্তাহে দেশে ফিরলেন প্রায় পাঁচ শতাধিক বাংলাদেশী প্রবাসী
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post