মালয়েশিয়ায় ফের বাড়ছে করোনা রোগী। শুক্রবার (২৭ মে) মধ্যরাত পর্যন্ত দেশটিতে একদিনে নতুন করে দেড় হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছে দুজন।
আক্রান্তদের অনেকেই ইনটেনসিভ কেয়ার ইউনিটে রয়েছে। তাদের মধ্যে ১৮ জনকে দিতে হচ্ছে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস। শুক্রবার মধ্যরাত পর্যন্ত মালয়েশিয়ায় এক হাজার ৮৭৭ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ লাখ ৯৩৪ জনে।
নতুন আক্রান্তদের মধ্যে চার জন বিদেশ থেকে সংক্রমিত হয়েছে। বাকি এক হাজার ৮৭৩ জন দেশে সংক্রমিত। দেশটিতে নতুন করে দুই রোগীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশটিতে কোভিডে মারা গেছে মোট ৩৫ হাজার ৬৫৮ জন।
আরো পড়ুন:
কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের পহেলা বৈশাখ উদযাপন
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫১ অবৈধ অভিবাসী আটক
ইসরাইল বিরোধী কঠোর আইন পাশ করল ইরাক
বিমানবন্দরে হয়রানির শিকার হলে প্রবাসীদের লিখিত অভিযোগের পরামর্শ
লিবিয়া থেকে এক সপ্তাহে দেশে ফিরলেন প্রায় পাঁচ শতাধিক বাংলাদেশী প্রবাসী
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post