অবৈধ তামাক দ্রব্য বিক্রয়ের অভিযোগে ওমানে এক প্রবাসীকে এক হাজার রিয়াল জরিমানা করেছে দেশটির ভোক্তা সুরক্ষা অধিদপ্তর। রুস্তাক অঞ্চলে অবৈধভাবে তামাক বিক্রির অভিযোগে উক্ত প্রবাসীকে এক হাজার রিয়াল জরিমানা করা হয়। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই লাখ টাকার সমপরিমাণ অর্থ।
কর্তৃপক্ষ জানিয়েছে, সমাজের স্বাস্থ্য ও নিরাপত্তার উপর প্রভাব ফেলবে এবং তামাকের অপব্যবহার নিয়ন্ত্রণ করতে এ জরিমানা করা হয়েছে। আটক প্রবাসী ব্যক্তির থেকে বিপুল পরিমাণ তামাক দ্রব্য জব্দ করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে প্রবাসী কোন দেশের নাগরিক তা জানায়নি অধিদপ্তর।
আরো পড়ুন:
কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের পহেলা বৈশাখ উদযাপন
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫১ অবৈধ অভিবাসী আটক
ইসরাইল বিরোধী কঠোর আইন পাশ করল ইরাক
বিমানবন্দরে হয়রানির শিকার হলে প্রবাসীদের লিখিত অভিযোগের পরামর্শ
লিবিয়া থেকে এক সপ্তাহে দেশে ফিরলেন প্রায় পাঁচ শতাধিক বাংলাদেশী প্রবাসী
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post