তীব্র তাপদাহে পুড়ছে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের বেশকিছু শহর। এবছরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ উঠছে ৪৮ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। আবহাওয়া অফিসের হিসেবে তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরোলেই তাকে তীব্র তাপদাহ হিসেবে ধরা হয়। গতকাল রবিবার (২২-মে) দেশটির দক্ষিণ আল বাতিনাহ প্রদেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৮ ডিগ্রি সেলসিয়াস।
এতে নাভিশ্বাস উঠেছে মানুষের। ঘরে-বাইরে কোথাও স্বস্তি পাওয়া যাচ্ছে না গরমের কারণে। তীব্র তাপদাহের ফলে অস্থির হয়ে উঠছে মানুষ। আর রোদের কারণে রাস্তায় বের হলে গায়ে লাগছে আগুনের তাপ। তারপরও কষ্ট করে বাহিরে কাজ করছেন নির্মাণ শ্রমিকরা।
সোমবার ওমান আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। তাই এ মুহূর্তে নাগরিক ও প্রবাসীদের খোলা জায়গায় বেশিক্ষণ কাজ না করার বিশেষভাবে আহ্বান জানিয়েছে বাতিনা পৌরকর্তৃপক্ষ।
আরো পড়ুন:
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
করোনা মোকাবিলায় ওমানের চেয়েও এগিয়ে বাংলাদেশ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post