ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাঈদের আমন্ত্রণে ওমান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি। সোমবার (২৩-মে) রাষ্ট্রীয় সফরে ওমান যাচ্ছেন এমন খবর জানিয়েছে আল-আরাবিয়া। ওমান সফরকালে প্রেসিডেন্ট রাইসি একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। এ প্রতিনিধিদল ওমানের সঙ্গে ইরানের বাণিজ্যিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয় নিয়ে কাজ করবে।
ওমানের আল-আলম প্রাসাদে দেশটির সুলতানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে তিনি দেশটির ব্যবসায়ী নেতা এবং প্রবাসী ইরানীদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। ওমান সফরের সময় প্রেসিডেন্ট রাইসি বেশকিছু দ্বিপক্ষীয় চুক্তি সই করবে বলে আশা করা হচ্ছে।
সুলতান কাবুস বিন সাঈদ আল-সাঈদের মৃত্যুর পর ২০২০ সালের জানুয়ারিতে হাইথাম বিন তারিক আল সাঈদ ওমানের সুলতান নিযুক্ত হন। গত বছর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই হবে ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসির প্রথম ওমান সফর।
আরো পড়ুন:
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
করোনা মোকাবিলায় ওমানের চেয়েও এগিয়ে বাংলাদেশ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post