ওমানে অব্যাহত রয়েছে ভয়াবহ ধূলিঝড়। ইতিমধ্যেই দেশটির নাগরিক ও প্রবাসীদের উদ্দেশ্যে এক সতর্ক বার্তা জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৯-মে) এক বিবৃতিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মুসান্দাম, আল বুড়াইমি, আল দাহিরাহ ও আল ওস্তা প্রদেশে আরও কয়েকদিন ধূলিঝড় অব্যাহত থাকবে।
অধিদপ্তর জানিয়েছে, দেশটির বিভিন্ন এলাকায় ধুলিঝড় রেকর্ড করা হয়েছে। যার মধ্যে কাসাবে ১৫শ মিটার, ইব্রিতে তিন হাজার মিটার ও মাসিরাতে ৫ হাজার মিটার পর্যন্ত ধূলিঝড়ের রেকর্ড করা হয়েছে। উপসাগরীয় কাউন্সিল জানিয়েছে, জিসিসি দেশগুলোর মধ্যে বেশ কয়েকদিন ধরে ধুলোঝড় অব্যাহত রয়েছে।
এসময় দেশের বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাড়ী বাহিরে না বের হওয়া। বিশেষ করে বৃদ্ধ, হাঁপানি রোগী, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, হার্টের রোগে আক্রান্ত ব্যক্তি এবং শিশুদের ধূলিঝড় থেকে নিরাপদে রাখার বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
ধুলোঝড় থেকে নিরাপদে থাকতে তিনটি বিষয়ের খেয়াল রাখার আহ্বান জানানো হয়েছে। যার মধ্যে রয়েছে: ঘরের ভিতরে থাকা ও খোলা জায়গা এড়িয়ে চলা। হাঁপানি রোগে ভুগলে অবশ্যই ডাক্তারের নির্দেশ অনুসারে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা এবং মাস্ক বা ভেজা কাপড় পরিধান করা।
আরো পড়ুন:
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
করোনা মোকাবিলায় ওমানের চেয়েও এগিয়ে বাংলাদেশ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post