ওমানের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, রবিবার সিব এলাকায় কোভিড-১৯ রোগীর সর্বাধিক সংখ্যা রেকর্ড করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় অনলাইনে জানিয়েছে, এখন পর্যন্ত সিবে ৩৩০ জন করোনায় আক্রান্ত হয়েছে যার মধ্যে নতুন করে গত রবিবার আক্রান্ত হয়েছে ১৩৭ জন। মূলত সুপ্রিম কমিটির দেওয়া স্বাস্থ্যবিধি ও কোয়ারেন্টাইন না মেনে চলায় এই সংখ্যা বাড়ছে বলে ধারণা করছে দেশটির স্বাস্থ্য বিভাগ।
দেশটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দ্বিতীয় স্থানে রয়েছে মাস্কাটের বউশার এলাকা। সেখানে নতুন ভাবে আক্রান্ত হয়েছে ২৮৫ জন। আল আমরাতে ৩৭ ও কোরিয়াতে ১০ জন আক্রান্ত হয়েছে। ওমানের মাস্কাটে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা আট হাজার ৬৪৮। যা ওমানের মোট আক্রান্ত রোগীর ৭৫.৬ শতাংশ।
আরও পড়ুনঃ সালালায় দুই বছরের সবচেয়ে বেশি বৃষ্টির রেকর্ড
সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আল বাতিনা। মোট আক্রান্তের ৪.৮ শতাংশ এই অঞ্চলে। উত্তর আল বাতিনাহ রয়েছে তৃতীয় স্থানে। মোট আক্রান্তের ৬.৬ শতাংশ এই অঞ্চলে। দাখেলিয়াতে রয়েছে ৮.৩৬ শতাংশ। দক্ষিণ শারকিয়াতে রয়েছে ২.৪ শতাংশ। আর উত্তর শারকিয়াতে রয়েছে ১.৬৫ শতাংশ ও ধহিরা এলাকায় রয়েছে ১.২৫ শতাংশ। সূত্র: ওমান অবজারভার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post