জুন থেকে ওমানের শিপিং সেক্টর আন্তর্জাতিক মান অনুযায়ী পরিচালনা করা হবে বলে জানিয়েছে দেশটির পরিবহন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “পরিবহন মন্ত্রণালয় শিপিং কার্যক্রমের ক্ষেত্রে বিশ্বব্যাপী মান অনুযায়ী পরিচালনার ব্যবস্থা গ্রহণ করেছে। শিপিং এজেন্ট ও মালবাহী এজেন্টদের ইলেক্ট্রনিক উইন্ডো সিস্টেম ব্যবহারের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।”
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, “জুন থেকে মন্ত্রীপরিষদের বিজ্ঞপ্তি নং (৪/২০২০) এর মাধ্যমে, সমস্ত শিপিং এজেন্ট এবং মালবাহী এজেন্টদের জাহাজের আসার ৪৮ ঘণ্টা পূর্বে শুল্ক ইলেক্ট্রনিক উইন্ডো সিস্টেমের মাধ্যমে জাহাজটির পণ্যবাহী একটি বিবরণ জমা দিতে হবে। এছাড়া যদি যাত্রার সময়সীমা ৪৮ ঘণ্টার কম হয় তাহলে জাহাজটি পৌঁছানোর আগে জাহাজের তাৎক্ষণিক অবতরণ সম্পর্কে জানাতে হবে।
আরও পড়ুনঃ সালালায় দুই বছরের সবচেয়ে বেশি বৃষ্টির রেকর্ড
নতুন এই প্রক্রিয়ায় জাহাজ ওমানের বন্দরে পৌঁছানোর আগেই পণ্যগুলির প্রাক-শুল্ক ছাড়পত্র পাওয়া যাবে। এছাড়াও পণ্যের শুল্ক জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃক পর্যালোচনা করা সম্ভব হবে। ফলে পণ্যে সরবরাহের চেইন ডিলারদের জন্য সময় কমিয়ে আনার ও অপারেটিং ব্যয় কমে আসবে।”
https://www.youtube.com/watch?v=mYu1TqGo8T0
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post