শ্রীলঙ্কায় বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম বলেছেন, শ্রীলঙ্কায় অবস্থানরত বাংলাদেশিরা ভালো ও নিরাপদে আছেন। তাদের বেশিরভাগের সঙ্গেই যোগাযোগ করা হচ্ছে। গতকাল সোমবার (১০ মে) তিনি একথা বলেন।
রাষ্ট্রদূত আরিফুল ইসলাম বলেন, শ্রীলঙ্কার বাংলাদেশিদের আমরা জানিয়েছি তারা যেন তাদের প্রয়োজনের বিষয়টি আমাদের জানান। কোভিডের সময় অনেক বাংলাদেশি এখান থেকে চলে গেছেন। এখন প্রায় ৩০০-এর মতো আছেন বলে ধারণা করা হয়। এদের বড় একটি অংশ কলম্বোতে থাকে।
আরও কিছু বাঙালি কয়েকটি অঞ্চলে ছড়িয়ে রয়েছে। তিনি আরও বলেন, এদের কিছু জাতিসংঘ সংস্থা, বহুজাতিক কোম্পানিতে কাজ করছে। এছাড়া শ্রমিকও কিছু আছে। খুব অল্প সংখ্যক ছাত্র রয়েছে।
এখানে বিদ্যুৎ ও তেলের বড় ধরনের সংকট আছে। বর্তমানে তেল পাওয়া যাচ্ছে না এবং প্রতিদিন কয়েক ঘণ্টা লোডশেডিং হচ্ছে। শিগগিরই এটি কলম্বোতে পৌঁছাবে বলে আশা করি।
আরো পড়ুন:
পবিত্র কোরআন শরীফ কীভাবে ছাপা হয়?
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
করোনা মোকাবিলায় ওমানের চেয়েও এগিয়ে বাংলাদেশ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post