বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার বিমানবন্দরে নামতে পারেনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট। আকাশে কয়েকবার চক্কর দেয়ার পর সেটি সোমবার বিকেলে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে।
এদিকে, কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোস্তজা হাসান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি বিকেল ৪টা ২০ মিনিটের দিকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণের কথা ছিল।
তবে আকাশে বাতাসের গতিবেগ বেশি থাকায় সেটি পৌন ৫টার দিকে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইটটি আবারও কক্সবাজার ফিরবে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিমানের এক কর্মকর্তা বলেন, ‘ডিজিকিউ ৩৭ ফ্লাইটির ফিরতি সময় ছিল বিকেল ৫টা। তার পরিবর্তে এখন সেটি কক্সবাজার থেকে ছেড়ে যাবে সন্ধ্যা ৬টার কিছু পর। এই বিলম্বের জন্য যাত্রীদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি।’
আরো পড়ুন:
পবিত্র কোরআন শরীফ কীভাবে ছাপা হয়?
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
করোনা মোকাবিলায় ওমানের চেয়েও এগিয়ে বাংলাদেশ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post