আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন সময়সূচী ঘোষণা করেছে ওমানের কেন্দ্রীয় সবজির আড়ত মাওয়ালা সেন্ট্রাল মার্কেট। মাস্কাট পৌরসভা জানিয়েছে, এখন থেকে রমযানের বাকি দিন গুলোতে ভোর সাড়ে চারটা থেকে রাত ১০ টা নাগাদ খোলা থাকবে মার্কেট।
পাইকারি বিক্রেতা, খুচরা বিক্রেতা এবং ভোক্তাদের জন্য আগামী শুক্রবার অর্থাৎ ২৯শে এপ্রিলও মার্কেট খোলা থাকবে। তবে পাইকাররা যথারীতি ১নং গেট দিয়ে প্রবেশ করবে এবং ভোক্তারা ২নং গেট দিয়ে প্রবেশ করবে। ঈদুল ফিতরের প্রথম ও দ্বিতীয় দিনে কেন্দ্রীয় বাজারের সকল কার্যক্রম বন্ধ থাকার কথা জানিয়েছে পৌরসভা।
নিম্নোক্ত তারিখ অনুযায়ী ঈদের তৃতীয় দিন থেকে পুনরায় আড়ত এর কাজ শুরু হবে:
শুক্রবার ব্যতীত প্রতিদিন ভোর ৫টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পাইকাররা ১ নং গেট দিয়ে প্রবেশ করতে পারবেন। তবে ভোর ৫টা থেকে রাত ১০ টা পর্যন্ত ২নং গেট দিয়ে খুচরা বিক্রেতা এবং ভোক্তারা প্রবেশের অনুমতি পাবেন বলে জানিয়েছে মাস্কাট পৌরসভা।
আরো পড়ুন:
পবিত্র কোরআন শরীফ কীভাবে ছাপা হয়?
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
স্বামীকে ফিল্মিস্টাইলে অপহরণ করলেন স্ত্রী
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post