আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য ৯ দিন এবং বেসরকারি খাতের জন্য ৬ দিনের ছুটি ঘোষণা করেছে মাধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাত। শুক্রবার আমিরাত সরকারের মানবসম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই ছুটি ঘোষণা করেছে বলে জানিয়েছে দেশটির দৈনিক পত্রিকা গালফ নিউজ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমিরাতের সব মন্ত্রণালয় ও সরকারি কার্যালয়ের চাকরিজীবীরা আগামী ৩০ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত ঈদের ছুটি ভোগ করবেন। ৯ মে, সোমবার থেকে কাজে যোগ দেবেন। পাশাপাশি, বেসরকারি খাতে ৬ দিনের ছুটি ঘোষণা করা হলেও ঈদের চাঁদ ওঠাজনিত কারণে এক দিন হেরফের হতে পারে এই ছুটি।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে—যদি ২৯তম রোজা, অর্থাৎ ৩০ এপ্রিল ঈদের চাঁদ ওঠে, সেক্ষেত্রে বেসরকারি খাতের চাকরিজীবীরা ঈদের ছুটি ভোগ করবেন ৩০ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত। আর যদি ৩০তম রোজা, বা ১ মে ঈদের চাঁদ ওঠে, তাহলে বেসরকারি খাতে ছুটি একদিন বাড়বে। অর্থাৎ ৩০ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত ছুটি কাটাবেন বেসরকারি খাতের চাকরিজীবীরা।
আরো পড়ুন:
পবিত্র কোরআন শরীফ কীভাবে ছাপা হয়?
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
চলন্ত ট্রেনে ঝাপ দিয়েও অলৌকিকভাবে বেঁচে গেলেন নারী
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post