ইসলামী প্রোগ্রাম দেখার সময় টেলিভিশনে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে বেজে উঠল হঠাৎ অপার্থিব এক পবিত্র সুর। যে সুর আপনাকে ভাসিয়ে নিয়ে গেছে অপার মুগ্ধতার নতুন এক ভুবনে। তারপর নেশাগ্রস্থ প্রেমিকের মতোই খুঁজতে শুরু করলেন সেই সুরের প্রকৃত উৎসকে। আর আবিষ্কার করলেন আপনার নতুন এক ভালোবাসাকে, যার নাম সামি ইউসুফ।
ইসলামী সংগীতের নক্ষত্র ধরা হয় সামী ইউসুফকে। সারা পৃথিবীর রেডিও, টেলিভিশন, নগরচত্বর, স্টেডিয়াম থেকে জনাকীর্ণ কনসার্ট সর্বত্রই বাজানো হয় তার আকর্ষণীয় কণ্ঠের সুমধুর সুর। সামী ইউসুফই সম্ভবত ইসলামী চেতনাসম্পন্ন একমাত্র মুসলিম শিল্পী যাকে তাজিকিস্তানে প্রেসিডেন্টের সমমর্যাদায় অভ্যর্থনা জানানো হয়। তুরস্কে যার কনসার্টে ঢল নামে লাখ লাখ লোকের আর মধ্যপ্রাচ্যে যার ভক্ত-অনুরাগীর সংখ্যার কোনো হিসাব নেই।
১৯ জুলাই ১৯৮০ সালের তেহরানের এক সঙ্গীতজ্ঞ পরিবারে জন্মগ্রহণ করেন সংগীত শিল্পী সামী ইউসুফ। তার বাবা-মা দুজনই সঙ্গীতাঙ্গনের মানুষ। তিন ভাই-বোনের মধ্যে সামী সবার ছোট। তিন বছর বয়সেই সামীর পরিবার ইংল্যান্ডে পাড়ি জমায়।
২০০৩ সালে ২৩ বছর বয়সে মুক্তি পায় সামীর প্রথম অ্যালবাম “আল-মু`আল্লিম”। এরপর ২০০৫ সালে তিনি প্রকাশ করেন তার দ্বিতীয় অ্যালবাম “মাই উম্মাহ”। তারপর একে একে “হোয়েরেভার ইউ আর”, “সালাম” বারাকাহ, দ্য সেন্টারসহ আরও অনেক অ্যালবাম মুক্তি পায় তার এবং সবগুলোই বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করে। ইউটিউবে হাসবি রাব্বি, মাওলা ইয়া সাল্লি, ইয়া মুস্তফা ইয়া মুস্তফা, মেক মি স্ট্রং গানগুলোর কোটি কোটি ভিউই বলে দেয় ইসলামী সংগীত তারকা হিসেবে কতটা শক্তিশালী অবস্থানে আছেন সামী।
২০১০ সাল থেকে “বিশ্বের ৫০০ সর্বাধিক প্রভাবশালী মুসলমান” এর তালিকায় রয়েছে তার নাম। ২০১৪ সালে জাতিসংঘ তাকে ক্ষুধার বিরুদ্ধে গ্লোবাল অ্যাম্বাসেডর নিযুক্ত করে। ২০১৯ সামি ইউসুফ আজারবাইজানের প্রথম ভাইস প্রেসিডেন্টের কাছ থেকে আজারবাইজানি সঙ্গীত ও সংস্কৃতির প্রচারে অবদানের জন্য সম্মানসূচক ডিপ্লোমা পেয়েছেন।
আরো পড়ুন:
পবিত্র কোরআন শরীফ কীভাবে ছাপা হয়?
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
চলন্ত ট্রেনে ঝাপ দিয়েও অলৌকিকভাবে বেঁচে গেলেন নারী
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post