মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ইসরাইলের প্রেসিডেন্ট হারজোগের সঙ্গে ফোনে কথা বলেছেন। হারজোগের সঙ্গে আলাপকালে এরদোগান অধিকৃত জেরুজালেম শহরের আল-আকসা মসজিদে ইসরাইলি বাহিনীর হামলা নিয়ে আলোচনা করেছেন। তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু বুধবার প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
হারজোগের সঙ্গে কথা বলার পর এরদোগান টুইটারে রমজান মাসে আল-আকসা মসজিদে ‘চার শতাধিক ফিলিস্তিনি আহত এবং শিশুসহ ১৮ জনের মৃত্যুর ঘটনায়’ দুঃখ প্রকাশ করেন। রোববার এবং সোমবার আল-আকসা মসজিদে অভিযানের ব্যাপারে শোক প্রকাশ করে এরদোগান ওই স্থানের পবিত্রতা রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টার জন্য ফের আহ্বান জানান।
তিনি বলেন, যদিও ঈদ-উল-ফিতরের ছুটির দিনগুলোতে একটি উৎসবের আমেজ থাকা উচিত, কিন্তু কিছু মৌলবাদীর কারণে প্রতি বছর এই একই চিত্রের সম্মুখীন হতে হয়। এই ঘটনা বিশ্ব বিবেককে আঘাত করেছে এবং সমগ্র ইসলামি বিশ্বে ন্যায়সঙ্গত প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
এরদোগান আরও বলেন, এই সংবেদনশীল সময়ে আমি আরও একবার আল-আকসা মসজিদের মর্যাদা এবং আধ্যাত্মিকতার বিরুদ্ধে উসকানি ও হুমকির অনুমতি না দেওয়ার প্রয়োজনীয়তার ব্যাপারে গুরুত্ব দিতে চাই।
আরো পড়ুন:
পবিত্র কোরআন শরীফ কীভাবে ছাপা হয়?
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
চলন্ত ট্রেনে ঝাপ দিয়েও অলৌকিকভাবে বেঁচে গেলেন নারী
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post