মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েতে পবিত্র রমজান মাসজুড়ে চলছে নিরাপত্তা বাহিনীর অভিযান। চলতি মাসের শুরু থেকে এখন পর্যন্ত দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন প্রায় ২ হাজারের অধিক প্রবাসী। যাদের মধ্যে বাংলাদেশী প্রবাসীরাও রয়েছেন বলে জানাগেছে আরব টাইমসের এক সংবাদে।
দেশটির চলমান নিরাপত্তা অভিযানে রমজান মাসের শুরু থেকে গতকাল বুধবার পর্যন্ত ২ হাজার ১০০ জনকে গ্রেপ্তার করেছে কুয়েতের নিরাপত্তা বাহিনী। কুয়েতের জিলিব আল সুয়েখ, ফরওয়ানিয়া, সালমিয়াসহ বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশ, ভারত, ফিলিপাইনসহ বিভিন্ন দেশের নাগরিকরা রয়েছেন।
বুধবার আরব টাইমসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। আবাসন আইন লঙ্ঘন, মাদকসেবন ও ট্রাফিক আইন ভঙ্গ, জুয়া খেলা, ভিক্ষাবৃত্তি ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়াসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
এদিকে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমানে অবৈধ তামাক বিক্রির অভিযোগে আজ দুই প্রবাসীকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ। এক বিবৃতিতে দেশটির ভোক্তা সুরক্ষা বিভাগ জানিয়েছে, দক্ষিণ আল বাতিনা প্রদেশের রুস্তাক এলাকার একটি প্রবাসীর দোকানে অভিযান চালানো হয়। এসময় অনুমোদনহীন ধোঁয়াবিহীন তামাক বিক্রির প্রমাণে তাকে গ্রেপ্তার করা হয় এবং ২ হাজার ওমানি রিয়াল জরিমানাও করা হয়। যা বাংলাদেশী মুদ্রায় প্রায় সাড়ে চার লাখ টাকার সমপরিমাণ অর্থ।
আরো পড়ুন:
পবিত্র কোরআন শরীফ কীভাবে ছাপা হয়?
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
চলন্ত ট্রেনে ঝাপ দিয়েও অলৌকিকভাবে বেঁচে গেলেন নারী
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post