গত ডিসেম্বরে বাংলাদেশ থেকে মালয়েশিয়া শ্রমিক যাওয়ার কথা থাকলেও নানা কারণে এখনো যেতে পারেনি। তবে বুধবার (২০ এপ্রিল) বিকেলে রাজধানীর ইস্কাটনে নিরাপদ অভিবাসন সম্পর্কিত এক মতবিনিময় সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, “কর্মী ও দেশের স্বার্থ রক্ষা করে মালয়েশিয়ার শ্রমবাজার খুলবে।শ্রম বাজারটি না খুললে শেষ পর্যন্ত দেশের ক্ষতি হবে। তাই মালয়েশিয়া শ্রম বাজার খুলতে হবে।”
তবে কবে নাগাদ বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক যাওয়া শুরু করবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো সঠিক তারিখ ঘোষণা দেওয়া হয়নি। এসময় মন্ত্রী আরো বলেন, চলতি বছর ১০ লাখ কর্মীর বৈদেশিক কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। বর্তমানে প্রতিমাসে গড়ে এক লাখ কর্মী বিদেশে গমন করছে। এর মধ্যে ৭০ থেকে ৮০ হাজার কর্মী সৌদি আরব যাচ্ছে।
ইমরান আহমেদ বলেন, ঢাকায় সৌদি দূতাবাস গত দুই মাসে ১ লাখ ৭০ হাজার ভিসা ইস্যু করেছে। প্রতিদিন গড়ে ৪ হাজার ভিসা ইস্যু করেছে দেশটি। কর্মীদের প্রশিক্ষণের যে গতিতে আমরা ছিলাম, করোনা এসে তাতে বাধা সৃষ্টি হয়েছে। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, বিদেশে কর্মী পাঠাতে এখন আমরা দক্ষতার ওপর জোর দিচ্ছি।
মতবিনিময় সভায় আরো অংশ নেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশন প্রধান, ব্র্যাক মাইগ্রেশন প্রধান, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)’র প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ অন্যান্যরা।
আরো পড়ুন:
পবিত্র কোরআন শরীফ কীভাবে ছাপা হয়?
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
চলন্ত ট্রেনে ঝাপ দিয়েও অলৌকিকভাবে বেঁচে গেলেন নারী
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post