চলন্ত ট্রেনের নিচে অজ্ঞান হয়ে পড়ে যান এক নারী। তবে সৌভাগ্যক্রমে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি। এই ঘটনা ঘটেছে আর্জেন্টিনায়। মঙ্গলবার নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়, বুয়েনস আয়ার্সের ইনডিপেন্ডেন্স স্টেশনে দাঁড়িয়ে ছিলেন ওই নারী। হঠাৎ করেই অজ্ঞান হয়ে চলন্ত ট্রেনের নিচে পড়ে যান তিনি। সে সময় ওই স্টেশনে দাঁড়িয়ে থাকা অন্যান্য যাত্রীরা তাকে নিচ থেকে বের করে আনেন। রেল স্টেশনের একটি সিসিটিভির ফুটেজ থেকে ওই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই নারীর নাম জানানো হয়েছে ক্যানডেলা।
https://twitter.com/DiamondLouX/status/1516535733044973575?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1516535733044973575%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.jugantor.com%2Finternational%2F543443%2FE0A69AE0A6B2E0A6A8E0A78DE0A6A4-E0A69FE0A78DE0A6B0E0A787E0A6A8E0A787-E0A69DE0A6BEE0A6AA-E0A6A6E0A6BFE0A79FE0A787E0A693-E0A685E0A6B2E0A78CE0A695E0A6BFE0A695E0A6ADE0A6BEE0A6ACE0A787-E0A6ACE0A787E0A681E0A69AE0A787-E0A697E0A787E0A6B2E0A787E0A6A8-E0A6A8E0A6BEE0A6B0E0A780
ভিডিওতে দেখা যায়, হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর টলতে টলতে কয়েক কদম এগিয়ে চলন্ত ট্রেনের নিচে পড়ে যান। গত ২৯ মার্চ এই ঘটনা ঘটেছে। তবে ওই নারী ট্রেনের নিচে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই এগিয়ে আসেন অন্যান্য যাত্রীরা। ট্রেন থামার সঙ্গে সঙ্গেই বেশ কয়েকজন তাকে উদ্ধারে এগিয়ে আসেন।
এদিকে আর্জেন্টিনার টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যান্ডেলা বলেন, আমি জানি না আমি এখনও কীভাবে বেঁচে আছি। আমি এখনও এটি সব বোঝার চেষ্টা করছি। ক্যানডেলা বলেন, তার মনে হচ্ছে এই দুর্ঘটনার পর তার পুর্নজন্ম হয়েছে। তিনি বলেন, হঠাৎ করেই আমার ব্লাড প্রেসার কমে যায় এবং আমি অজ্ঞান হয়ে যাই।
তিনি বলেন, জ্ঞান হারানোর আগে আমি আমার সামনে থাকা একজনকে কিছু বলার চেষ্টা করেছিলাম। তারপর কী ঘটেছে আমার কিছু মনে নেই। এমনকি আমি যখন ট্রেনের নিচে পড়ে যাই সেটাও আমি মনে করতে পারছি না। ট্রেনের নিচ থেকে উদ্ধার করে তাকে প্লাটফর্মে কিছু সময় বসিয়ে রাখা হয়। পরে একটি অ্যাম্বুলেন্সে করে বুয়েনোস এয়ার্স হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে উঠেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, বিপদ কেটে গেছে।
আরো পড়ুন:
পবিত্র কোরআন শরীফ কীভাবে ছাপা হয়?
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
হিজাব ইস্যুতে মেয়েদের টার্গেট করা হচ্ছে: মিস ইউনিভার্স
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post