আহমাদুল কবির, মালয়েশিয়া
বৈশ্বিক অর্থনৈতিক প্রতিবেদন অনুসারে, বিশ্বের শীর্ষ পাঁচটি মুসলিমবান্ধব ভ্রমণ গন্তব্যের মধ্যে স্থান পেয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার পর্যটন দেশ মালয়েশিয়া। দেশটিতে ভ্রমণের সহজতা এবং জনসচেতনতার বিষয়টি স্টেট অব দ্য গ্লোবাল ইসলামিক ইকোনমি (এসজিআইই) ২০২২ এর রিপোর্টে এ তথ্য উঠে এসেছে। এদিকে পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রী দাতুক সেরি ন্যান্সি শুকরি বলেছেন, মহামারির পরে মুসলিমবান্ধব দেশগুলির পর্যটকদের জন্য ভ্রমণে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে মালয়েশিয়া। ক্রমবর্ধমাণ মুসলিম পর্যটন বাজারের জন্য পর্যটন শিল্পের ব্যবসায়ীরাও বিদেশি পর্যটকদের সেবা দিতে প্রস্তুত আছেন। তিনি আরও বলেন,মহামারি চলাকালীন, মন্ত্রণালয়, তার এজেন্সি ইসলামিক ট্যুরিজম সেন্টার (আইটিসি) এর মাধ্যমে, পর্যটন শিল্পের স্টেক হোল্ডারদের প্রশিক্ষণ এবং উন্নত করার প্রচেষ্টাকে ত্বরান্বিত করেছে যাতে এই বাজারটি তার অনন্য বিশ্বাসভিত্তিক চাহিদা পূরণ করতে পারে।
মন্ত্রীর মতে, আইটিসি মুসলিম পর্যটন এবং আতিথেয়তা পরিষেবাকে শক্তিশালী করার জন্য মান ও নির্দেশিকা তৈরি করে শিল্পটিকে সমর্থন করেছে। ইসলামি পর্যটন বাস্তুতন্ত্র এবং মুসলিমবান্ধব পর্যটন এবং আতিথেয়তা ব্র্যান্ডিং হলো এগিয়ে যাওয়ার পথ। কারণ আমরা নিরাপদে নতুন এবং পর্যটকদের জন্য মালয়েশিয়ার সীমানা আবার খুলে দেয়া হয়েছে।
প্রতিবেদনে, মালয়েশিয়া পাঁচটি সরকারি বেঞ্চমার্ক মাত্রার মধ্যে দুটিতে শীর্ষে রয়েছে, বিশেষ করে শাসন ব্যবস্থায় যা ভ্রমণের নিয়ম ও প্রবিধানের উপর দৃষ্টি নিবদ্ধ করে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, মুসলিমবান্ধব ভ্রমণ খাতের পুনরুদ্ধার নির্ভর করবে পর্যটন শিল্পের ব্যবসায়ীদের নতুন সুযোগ এবং ভ্রমণের নতুন প্রবণতা গ্রহণের উপর।
কোভিড-১৯ মহামারির মারাত্মক প্রভাবের পর, ভ্রমণে মুসলমানদের ব্যয় গত বছর ৭৫.৯% বৃদ্ধি পেয়ে ১০২ বিলিয়ন ডলার (৪৩০.২৯ বিলিয়ন রিঙ্গিত) এ পৌঁছেছে এবং ২০২৫ সালের মধ্যে ১৮৯ বিলিয়ন ডলার (৭৯৭.৩ বিলিয়ন রিঙ্গিত) বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আইটিসি মহাপরিচালক দাতুক ড. মোহাম্মদ রাজীপ হাসান বলেছেন, সংস্থাটি দেশে ইসলামিক ভ্রমণের বৃদ্ধিকে শক্তিশালী করার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ চিহ্নিত করেছে।
তিনি বলেন, ইসলামি পর্যটনকে চ্যাম্পিয়ান করার জন্য, শিল্পের আগ্রহকে চালিত করার জন্য যে আখ্যানগুলি ব্যবহার করি তা হলো ইসলামিক পর্যটন ব্যবসার বৃদ্ধি, পরিবেশ সচেতনতা এবং সুরক্ষা, সহনশীলতা, একীকরণ, সাংস্কৃতিক ও ঐতিহ্যের প্রশংসা এবং আরও অনেক কিছুকে শক্তিশালী করে।
তিনি আরও বলেন, অতি সম্প্রতি এজেন্সি ট্যুর গাইডদের জীবন রক্ষার কৌশলে প্রশিক্ষণ দিয়েছে। আইটিসি ডিরেক্টর (গবেষণা ও প্রশিক্ষণ) নুর অ্যালিসা কোরালাইন ইউসিন বলেন, কোর্সটি দেশের সীমান্ত পুনরায় খোলার আলোকে তাদের পরিষেবা বাড়ানোর জন্য প্রয়োজনীয় দক্ষতা দিয়ে সজ্জিত গাইড তৈরি করা হয়েছে। তিনি বলেন, মালয়েশিয়ার চারপাশে ভ্রমণ করা আরও স্বস্তির যখন আপনি জানেন যে, আপনি আমাদের মুসলিমবান্ধব ট্যুর গাইডদের নিরাপদ হাতে আছেন।
এসজিআইই রিপোর্ট হলো একটি বার্ষিক প্রকাশনা। যা দিনার স্ট্যান্ডার্ড দ্বারা প্রকাশিত হয়, সালাম গেটওয়ে, একটি ইসলামিক ইকোনমি নিউজ এবং মিডিয়া প্ল্যাটফর্ম, যা দুবাই অর্থনীতি ও পর্যটন বিভাগ দ্বারা সমর্থিত। মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল কমিশন এক বিবৃতিতে জানায়, গত শুক্রবার ১১৯টি ফ্লাইট বিভিন্ন দেশ থেকে পৌঁছানোর কথা। কুয়ালালামপুর বিমানবন্দর দেশটির সবচেয়ে বড় বিমানবন্দর। এদিন সেখানে হংকং, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ভারত, কাতার, তুরস্ক ও যুক্তরাজ্য থেকে ফ্লাইট যাওয়ার কথা ছিল।
দেশটির পর্যটন, শিল্প ও সংস্কৃতিমন্ত্রী দাতুক সেরি ন্যান্সি শুকরি বলেন, কোভিড-১৯ মহামারির কারণে দীর্ঘ দুই বছরের বেশি পার করার পর আমরা এই মুহূর্তটির জন্য ধৈর্য ধরে অপেক্ষা করছিলাম। এটি আমাদের ঈদ উৎসবের মতো। এদিকে ১ এপ্রিল থেকে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মধ্যস্থল সীমান্ত পুরোপুরি খুলে দেওয়া হয়েছে। প্রথম দিনেই হাজার মানুষকে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় প্রবেশের জন্য লাইনে দাঁড়াতে দেখা যায়। দুই দেশের এ সীমান্তকে অন্যতম ব্যস্ত বলে জানান ব্লুমবার্গের বিশ্লেষকরা।
সীমান্ত খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে সিঙ্গাপুরের উডল্যান্ডস চেকপয়েন্ট দিয়ে মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলের জোহর প্রদেশে প্রবেশের জন্য যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। পাশাপাশি টুয়াস চেকপয়েন্ট হয়েও মালয়েশিয়া ও সিঙ্গাপুরের হাজার পর্যটক গাড়ি, মোটরসাইকেল ও হেঁটে সীমান্ত অতিক্রম করে এদিন। দ্য স্ট্রেইটস টাইমস ও চ্যানেল নিউজ এশিয়ার বরাত দিয়ে ব্লুমবার্গ জানায়, সকাল সাড়ে ৭টার আগেই অনেকে সীমান্তে পৌঁছান। পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘদিন পর মিলিত হওয়ার উদ্দেশ্যে তারা সীমান্তে জড়ো হন।
এদিকে, ব্লুমবার্গ জানায়, জহোর প্রদেশের জহোর বারু বর্তমান আবহাওয়া বেশ মনোরম। আতশবাজি ফুটিয়ে ও ‘আবার সুস্বাগতম’ প্ল্যাকার্ড ঝুলিয়ে সিঙ্গাপুরের পর্যটকদের স্বাগত জানায় শহরটি। সিঙ্গাপুরের ইমিগ্রেশন ও চেক পয়েন্টস অথরিটি জানায়, প্রথম দিন প্রায় ১১ হাজার পর্যটক মালয়েশিয়ায় বেড়াতে গেছেন। চলতি সপ্তাহের মধ্যে এ সংখ্যা চার লাখ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কোভিড মহামারির আগে দিনে তিন লাখের বেশি মানুষ এ সীমান্ত দিয়ে যাতায়াত করতেন, যা সীমান্তটিকে ব্যস্ত হিসেবে তকমা দিয়েছে। এর মধ্য দিয়ে আবার আকৃষ্ট হবেন পর্যটকরা। চাঙা হবে দুই দেশের পর্যটননির্ভর অর্থনীতি।
আরো পড়ুন:
পবিত্র কোরআন শরীফ কীভাবে ছাপা হয়?
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
হিজাব ইস্যুতে মেয়েদের টার্গেট করা হচ্ছে: মিস ইউনিভার্স
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post