আগামী ১ মে থেকে মালয়েশিয়ায় কর্মীদের বেতন বৃদ্ধি কার্যকরের ঘোষণা দেয়া হয়েছে। দেশটির নিয়োগকর্তা এবং শিল্প মালিকরা শ্রমিকদের ন্যূনতম মজুরি নীতিতে সম্মত হয়েছেন যা ১ মে থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন সে দেশের মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান। গতকাল শুক্রবার (১৫ এপ্রিল) সারাভানান দেশটির গণমাধ্যমে বেতন বৃদ্ধি কার্যকরের ঘোষণা দেন।
তবে সরকারের এ ঘোষণার পরও কর্মীরা বাড়তি বেতন পাবেন কি না এ নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। কারণ বেসরকারি সেক্টরের মালিক পক্ষের অনেকেই বেতন বৃদ্ধির ঘোষণা দেয়ার পরও তা মানতে চান না। তাছাড়া শ্রমিকরা প্রাপ্য মজুরি না পেলে বিভিন্ন জটিলতার কারণে মালিকের বিরুদ্ধে অভিযোগ করারও কোনো সুযোগ থাকে না।
এক বিবৃতিতে সারাভানান বলেন, মন্ত্রণালয় কর্তৃক প্রাপ্ত ৫ লাখেরও বেশি বিদেশী শ্রমিকের প্রবেশের চাহিদা ছাড়াও তাদের কোম্পানি বা সংশ্লিষ্ট সেক্টরের বর্তমান উন্নয়নের ভিত্তিতে এটি করা হয়েছে। বৃক্ষরোপণ খাত অত্যন্ত ভাল করছে। অর্থনীতি ভালো না হলে ৫ লাখ ১৯ হাজার বিদেশী শ্রমিকের চাহিদা কিভাবে দেখা দিয়েছে?
তিনি আরও বলেন, তৃণমূলে জনগণকে তাদের অর্থ ব্যয় করতে এবং একইসাথে দ্রুত অর্থনীতির উন্নতি করতে সক্ষম করার জন্য মজুরি বাড়ানো দরকার। দীর্ঘদিন ধরে বিষয়টি আলোচনায় থাকায় এখন সময় এসেছে এটি কার্যকর করার।
আরো পড়ুন:
পবিত্র কোরআন শরীফ কীভাবে ছাপা হয়?
কাতারে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশি হাফেজ
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
ওমানে বাড়লো প্রবাসীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
তুরস্কের হায়া সোফিয়ায় ৮৮ বছরে প্রথম তারাবি হতে চলেছে
হিজাব ইস্যুতে মেয়েদের টার্গেট করা হচ্ছে: মিস ইউনিভার্স
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post