মহিউদ্দিন সজীব, ওমান
করোনা মহামারীর কারণে দীর্ঘ দুই বছর সম্মিলিত ইফতার মাহফিল বন্ধ থাকার পর অবশেষে নিজ দেশের মতো প্রায় দুই শতাধিক প্রবাসী সম্মিলিত হয়ে ইফতার করলেন ওমানে। মাধবপুর শেখ বাড়ি প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করেন ওমানের বিশিষ্ট ব্যবসায়ী শেখ মোঃ সজীব। শুক্রবার (১৫-এপ্রিল) দেশটির সর্ববৃহৎ সবজি ও ফলের আড়ত মাওয়ালা মার্কেটে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সদ্য জন্ম নেওয়া নিজের মেয়ে সেজদা ইসলাম মিমের জন্য দোয়ার উদ্যশ্যেই মূলত এই আয়োজন বলে জানিয়েছেন শেখ সজীব।
দীর্ঘদিন পর বিদেশের মাটিতে বাংলাদেশের মত এমন ইফতার মাহফিলে অংশ গ্রহণ করে খুশি প্রবাসীরাও। ইফতারে আগ মুহূর্তে প্রবাসে থাকা সব প্রবাসী বাংলাদেশিসহ মুসলিম উম্মাহের প্রতি রহমত, বরকত ও মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এতে অতিথি হিসেবে ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী শেখ মোহাম্মদ আলমাস, শেখ শামীম লাল সবুজ, শেখ মোঃ সোহেল রানা, শেখ সবুজ, শেখ রুবেল, শেখ আলামিন, শেখ মোকলেস, শেখ জসিম, শেখ কামরুল। আরো উপস্থিত ছিলেন, শেখ কবির, শেখ হানিফ, শেখ রাজিব, শেখ রবিউল, শেখ রাব্বি, শেখ নাইম, শেখ বুরহান, শেখ সাইম, আকতার হোসেন, মহাসিন, সাব্বির, হেলাল, মোবারক ও মজিব প্রমুখ।
উল্লেখ্য: ওমানে যে কয়জন বাংলাদেশী নিজ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে কাজ করছেন, শেখ মোঃ সজীব তাদের মধ্যে একজন। সততা এবং মেধা দিয়ে তিনি এখন ওমানের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার প্রতিষ্ঠানে বাংলাদেশী সহ অন্যান্য দেশের শ্রমিকরাও কাজ করছেন। সফল ব্যবসায়ী হিসেবে ওমানের বাংলাদেশ কমিউনিটিতে বেশ সুনামও রয়েছে তার। সজীবের দেশের বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর গ্রামে।
আরো পড়ুন:
পবিত্র কোরআন শরীফ কীভাবে ছাপা হয়?
কাতারে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশি হাফেজ
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
ওমানে বাড়লো প্রবাসীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
তুরস্কের হায়া সোফিয়ায় ৮৮ বছরে প্রথম তারাবি হতে চলেছে
হিজাব ইস্যুতে মেয়েদের টার্গেট করা হচ্ছে: মিস ইউনিভার্স
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
