পাসপোর্ট অফিসে ছবি তোলা থেকে ফিঙ্গার প্রিন্ট সব খানেই অনিয়ম। নাগরিকদের অভিযোগ, টাকা দিলেই সহজে সমাধান হয়ে যায় সব কাজ। এসবের সঙ্গে যুক্ত হয়েছে নতুন ফন্দি। নামের বানান ভুল সংশোধনে বর্তমানে গুনতে হয় মোটা অংকের টাকা।
এমন বাস্তবতায় দেশের ৭২টি আঞ্চলিক পাসপোর্ট অফিসের মধ্যে ৬৯টির বিষয়ে অনুসন্ধানে নেমেছে দুদক। যেখানে রোহিঙ্গাদের এবং ভারতীয় নাগরিকদের পাসপোর্ট দেওয়া হয় টাকা আদায়ের মাধ্যমে। দালালের মাধ্যমে এসব অফিসে প্রতিমাসে ১০-১৫ কোটি টাকা ঘুষ বাণিজ্য হয়। দুদকের আমলে নেওয়া অভিযোগে বলা হয়েছে, রোহিঙ্গা ও ভারতীয় নাগরিকদের বাংলাদেশি পাসপোর্ট ইস্যু করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে বিভিন্ন কর্মকর্তা।
এক ভুক্তভোগী বলেন, কবে মেসেজ যাবে, কবে আমি পাসপোর্ট পাব, তার কোনো গ্যারান্টি নেই। অথচ ৬ হাজার সাড়ে ৩শ’ টাকা জমা দিয়েছি। এ পর্যন্ত আমি পাসপোর্ট পাইতেছি না। আসছি আর যাচ্ছি এ পর্যন্তই। একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন এবং সুনির্দিষ্ট কয়েকটি অভিযোগ আমলে নিয়ে পরিচালক, উপ-পরিচালক, সহকারী পরিচালকসহ অর্ধশতাধিক কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক।
দুদক কর্মকর্তা বলেন, আমরা যেসব তথ্য পেয়েছি সেসব তথ্যের ভিত্তিতে অনুসন্ধান শুরু করেছি। পাসপোর্ট অফিসের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ আছে, সেটি সত্য নাকি মিথ্যা তা বের করতে হবে। অনুসন্ধানে যদি দেখা যায় অভিযোগ সঠিক আছে, তাহলে আমরা মামলা নিয়ে তদন্ত করে চার্জশিট দেব।
দুদকের অভিযোগে বলা হয়, দালাল-সিন্ডিকেট প্রতিপালন, পদোন্নতি দেওয়া, পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎসহ বিভিন্ন দুর্নীতিতে জড়িত অধিদফতরের একশ্রেণির কর্মকর্তা। যারা পাসপোর্ট অফিসকে অবৈধ আয়ের হাতিয়ার বানিয়েছে।
আরো পড়ুন:
পবিত্র কোরআন শরীফ কীভাবে ছাপা হয়?
কাতারে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশি হাফেজ
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
ওমানে বাড়লো প্রবাসীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ
ওমানে মর্মান্তিক পাহাড়ধসে আরো এক প্রবাসীর মরদেহ উদ্ধার
তুরস্কের হায়া সোফিয়ায় ৮৮ বছরে প্রথম তারাবি হতে চলেছে
হিজাব ইস্যুতে মেয়েদের টার্গেট করা হচ্ছে: মিস ইউনিভার্স
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
ওমান থেকে টাকার মেশিনটি বাক্সবন্দী হয়ে দেশে ফিরছে!
ওমানে ব্যাংক থেকে টাকা চুরির অভিযোগে চার প্রবাসী গ্রেপ্তার
ওমানে পাথর ধ্বসের পর এবার মাটিধসে এক প্রবাসী নিহত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post