বিদেশ থেকে দেশে ফিরতে নতুন আইন জারী করতে যাচ্ছে বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতর। নতুন আইন জারী হলে দেশে আসার ৩ দিনের মধ্যে হেলথ ডিক্লারেশন ফরমপূরণ অনলাইনে করতে হবে যাত্রীদের। যা পূর্বে বাংলাদেশের বিমানবন্দরে এসে পূরণ করা হতো।
সংশ্লিষ্টরা বলছেন, বিদেশ থেকে বাংলাদেশে আসতে এতো দিন দেশে আসার পর বিমানবন্দর ও স্থল বন্দরে ইমিগ্রেশনের আগে যাত্রীদের পূরণ করতে হতো হেলথ ডিক্লারেশন ফরম। এতে বিমানবন্দরে এসে যাত্রীদের ফরম পূরণ করে জমা দিতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। এই জটিলতা দূর করতে এখন দেশে আসার আগে ৩ দিনের মধ্যে এই হেলথ ডিক্লারেশন ফরমপূরণ করতে হবে যাত্রীদের।
যাত্রীরা সহজেই অনলাইনের মাধ্যমেই এই ফরম পূরণ করতে পারবেন। এতে যেমনিভাবে বিমানবন্দরে যাত্রীদের জটলা দূর হবে, তেমনিভাবে যাত্রীদের ও ভোগান্তি কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নতুন এ নিয়ম চালু করতে স্বাস্থ্য অধিদফতর থেকে সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষগুলোকে চিঠি দেওয়া হয়েছে। শিগগিরই এ সংক্রান্ত আদেশ জারি করবে সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষ এমন তথ্য পাওয়া গেছে সূত্রে।
হেলথ ডিক্লারেশন ফরম স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট থেকে পূরণ করতে পারবেন যাত্রীরা। অনলাইন লিংক: http://healthdeclaration.dghs.gov.bd/
ফরমটি পূরণ করার পর কিউ আর কোড যুক্ত হেলথ কার্ড আসবে, সেটি প্রিন্ট করে কিংবা সফট কপি নিজের কাছে রাখতে হবে। যা বোর্ডিং এর সময় যাত্রীর হেলথ কার্ড আছে কি না যাচাই করবে এয়ারলাইন্স। একইসাথে দেশে আসার পর বিমানবন্দরেও কিউআর কোড যুক্ত হেলথ কার্ড দেখাতে হবে যাত্রীকে।
আরো পড়ুন:
প্রবাসীর স্ত্রীর গোপন ছবি নিয়ে মোবাইল চোরের চাঁদা দাবি
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
ওমানে বাড়লো প্রবাসীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ
ওমানে মর্মান্তিক পাহাড়ধসে আরো এক প্রবাসীর মরদেহ উদ্ধার
তুরস্কের হায়া সোফিয়ায় ৮৮ বছরে প্রথম তারাবি হতে চলেছে
হিজাব ইস্যুতে মেয়েদের টার্গেট করা হচ্ছে: মিস ইউনিভার্স
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
ওমান থেকে টাকার মেশিনটি বাক্সবন্দী হয়ে দেশে ফিরছে!
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post