ওমানে করোনা মহামারী বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসলে দেশটিতে নতুন আতঙ্ক দেখা দিয়েছে ডেঙ্গু ও ম্যালেরিয়া। ইতিমধ্যেই পরিস্থিতি মোকাবেলায় সরকারের উচ্চপর্যায়ের বিভিন্ন মহলের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ৭ এপ্রিল মন্ত্রণালয়ের সদর দপ্তরে স্বাস্থ্য মন্ত্রী ডাঃ আহমেদ মোহাম্মদ আল সাইদির সভাপতিত্বে উক্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে স্বাস্থ্য মন্ত্রী বলেন, “ওমানের বর্তমান ডেঙ্গু ও ম্যালেরিয়ার পরিস্থিতি মোকাবেলায় সকল শ্রেণীর মানুষকে এগিয়ে আসতে হবে। দেশটির মাস্কাট, উত্তর ও দক্ষিণ আল বাতিনাহ প্রদেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। তাই এই অবস্থা মোকাবেলায় সকলের প্রচেষ্টা ও সহযোগিতা প্রয়োজন।
বৈঠকে জাতীয় পর্যায়ে মশার বংশ বিস্তার রোধ এবং মাস্কাট প্রদেশে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও, কমিউনিটি সচেতনতা জোরদার করার জন্য মিডিয়া পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়েছে।
আরো পড়ুন:
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
ওমানে বাড়লো প্রবাসীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ
ওমানে মর্মান্তিক পাহাড়ধসে আরো এক প্রবাসীর মরদেহ উদ্ধার
তুরস্কের হায়া সোফিয়ায় ৮৮ বছরে প্রথম তারাবি হতে চলেছে
হিজাব ইস্যুতে মেয়েদের টার্গেট করা হচ্ছে: মিস ইউনিভার্স
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
ওমান থেকে টাকার মেশিনটি বাক্সবন্দী হয়ে দেশে ফিরছে!
ওমানে ব্যাংক থেকে টাকা চুরির অভিযোগে চার প্রবাসী গ্রেপ্তার
ওমানে পাথর ধ্বসের পর এবার মাটিধসে এক প্রবাসী নিহত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post