সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি আদালত মাদক মামলায় ইসরায়েলি এক নারীকে মৃত্যুদণ্ড দিয়েছে। ৫০০ গ্রাম কোকেন রাখার অপরাধে তাকে এই দণ্ড দেওয়া হয়েছে। এক বিবৃতিতে, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে: “মামলাটি ইতিমধ্যেই জানা গেছে এবং আমরা কনস্যুলার পরিষেবা এবং আমিরাতে আমাদের প্রতিনিধিদের মাধ্যমে এটি পরিচালনা করছি।” এটি আরও মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। ইসরায়েলি সংবাদমাধ্যমে বলা হয়েছে ওই নারীর নাম ফিদা কিওয়ান। বয়স ৪৩ বছর। রায়ের বিরুদ্ধে আপিল করবেন তিনি।
ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, উত্তর ইসরায়েলের হাইফায় একটি ফটোগ্রাফি স্টুডিওর মালিক ফিদা কিওয়ান প্রায় এক বছর আগে কাজ করতে দুবাই গিয়েছিলেন। দুবাই পৌঁছানোর পরের সপ্তাহেই তার অ্যাপার্টমেন্টে কোকেন পাওয়ার পর তাকে গ্রেপ্তার করে পুলিশ। তবে কিওয়ানের দাবি কোকেনগলো তার নয়।
সংযুক্ত আরব আমিরাতে মৃত্যুদণ্ড খুব একটা কার্যকর করা হয় না। আমিরাতের আইনের বিষয়ে বিশেষজ্ঞ ইসরায়েলি আইনজীবী জিভ অগমন বলেন, আমার মনে হয় আমিরাতের আদালত দণ্ড মওকুফ করবে। সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলে মধ্যে প্রত্যাবাসনে আনুষ্ঠানিক কোনো চুক্তি নেই বলেও জানান তিনি।
২০২০ সালে স্বাক্ষরিত আব্রাহাম চুক্তির অংশ হিসাবে ইস্রায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ফলে সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি দর্শকদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাদের সবাই পর্যটক ও ব্যবসায়ী হয়ে ওঠেনি। “দুবাইতে আমাদের অফিস ইসরায়েলি নাগরিকদের পক্ষ থেকে ফৌজদারি মামলার বৃদ্ধি লক্ষ্য করেছে,” আগমন বলেছেন। “ইসরায়েলীদের বুঝতে হবে যে দুবাইয়ের আইনী কর্তৃপক্ষ মাদকের মামলাগুলিকে গুরুত্ব সহকারে নিচ্ছে।”
আরো পড়ুন:
ওমানে বাড়লো প্রবাসীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ
ওমানে মর্মান্তিক পাহাড়ধসে আরো এক প্রবাসীর মরদেহ উদ্ধার
তুরস্কের হায়া সোফিয়ায় ৮৮ বছরে প্রথম তারাবি হতে চলেছে
হিজাব ইস্যুতে মেয়েদের টার্গেট করা হচ্ছে: মিস ইউনিভার্স
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
২ নারী সহ গ্রেফতার বোতল চৌধুরী
রমজানে ওমানের বাংলাদেশ দূতাবাসে নতুন অফিস সূচি
ওমানে পাথর ধ্বসের পর এবার মাটিধসে এক প্রবাসী নিহত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post